ইসমাইল নয়ন।।
বিশ্বব্যাপী
চলছে করোনার দ্বিতীয় ঢেউের আস্ফালন। পার্শ্ববর্তী দেশ ভারতেও বেড়ছে এই
ভাইরাসের সংক্রমণ। করোনা মোকাবেলায় পুরো বিশ্ব যখন একটা ভয়ংকর সময়ের মধ্যে
দিয়ে যাচ্ছে ঠিক তখনই কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় দোকানপাটে আসন্ন ঈদুল
ফিতরের কেনাকাটা নিয়ে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। দোকানী ও
ক্রেতাদের মধ্যে নেই সামাজিক দূরত্ব। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি । সরকার
সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে ও শর্তসাপেক্ষে শপিং মলসহ দোকানপাট খুলে
দেওয়ার সিদ্ধান্ত নিলেও তা মানছেন না ক্রেতা বিক্রেতা অনেকেই। ঈদ মার্কের
পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনেরও নেই তেমন কোনো উল্লেখযোগ্য ভূমিকা।
৮
মে শনিবার ব্রাহ্মণপাড়ার সদর বাজারের বিভিন্ন মার্কেটে ও দোকানপাটে ঘুরে
দেখা গেছে, স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই দোকানপাটে চলছে বেদম বেচাকেনা।
অনেকেরই মুখে মাস্ক নেই। অনেকেই আবার সাথে করে নিয়ে এসেছেন শিশুসন্তানও।
অনেক দোকান মালিকরাও মানছেন না সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি । অনেক দোকানে
সঠিকভাবে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব। আবার অনেক দোকানেই
দেখা গেছে ক্রেতা ও বিক্রেতা মাস্কও ব্যবহার করছেন না। অনেকেই গ্লাভস
ব্যবহার না করেই পোশাকসহ বিভিন্ন পণ্যসামগ্রী হাতে নিয়ে নেড়েচেড়ে দেখছেন।
আবার অনেকেই ব্যবহার করছেন না জীবানুনাশক হ্যান্ডস্যানিটাইজার, হাত ধোয়ার
কোন ব্যবস্থাও নেই অধিকাংশ মার্কেটে। যার কারণে ক্রমেই করোনার ঝুঁকি বাড়ছে
বলে মনে করছেন অনেকেই। এতে ঈদ পরবর্তী সময়ে ব্রাহ্মণপাড়ায় করোনার সংক্রমণ
বাড়ার আশঙ্কা করছেন সচেতন মহল।