ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেড়শ’ ছিন্নমূল মানুষকে ইফতার করালো শ্যাডো
Published : Wednesday, 12 May, 2021 at 12:00 AM, Update: 12.05.2021 1:22:25 AM
দেড়শ’ ছিন্নমূল মানুষকে ইফতার করালো শ্যাডোস্টাফ রিপোর্টার।।
কুমিল্লা নগরীর ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে কল্যাণ সংস্থা ‘স্যাডো’। গতকাল কুমিল্লা নগরীর রাজগঞ্জ, চকবাজার, দারোগাবাড়ি মাজার, টমসম ব্রিজসহ বেশ কয়েকটি এলাকার প্রায় ১৫০জন ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করে তারা।


এসময় শ্যাডোর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শ্যাডোর সভাপতি জানান, অন্যান্য বছরের ন্যায় গতকালও কুমিল্লা নগরীর প্রায় ১৫০ জন ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
দেড়শ’ ছিন্নমূল মানুষকে ইফতার করালো শ্যাডোএসময় স্যাডোর সভাপতি ইকরামুল হক ইভান, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সাব্বির, শিক্ষা সম্পাদক মো: সালমান, ক্রীয়া ও সংস্কৃতি সম্পাদক আবু সাঈদ অপু ও সহ-ক্রীড়া সংস্কৃতি সম্পাদক কাজী ইয়াহইয়া মাহমুদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 




এর আগে গত ২৮ এপ্রিল কুমিল্লা নগরীতে করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া প্রায় ৬০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে শ্যাডো।
দেড়শ’ ছিন্নমূল মানুষকে ইফতার করালো শ্যাডো
কুমিল্লা মর্ডাণ হাইস্কুলের ২০১১ব্যাচের বন্ধুদের নিয়ে গঠিত কল্যাণ সংস্থা শ্যাডো আসহায়দের সহায়তা, রক্তদানসহ নানা সামাজিক কর্মকা-ের সাথে ২০১৫ সাল থেকে জড়িত। দেশের যে কোন দুর্যোগে এবং দুই ঈদে দরিদ্রদের পাশে দাঁড়ায় শ্যাডো।