জহির শান্ত: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কুমিল্লায় একদিনে আরো ৬ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ২ জন নারী এবং ৪ জন পুরুষ। এছাড়াও গত ২৪ ঘন্টায় জেলায় মহামারী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরো ৪৩ জন। এ নিয়ে কুমিল্লায় মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ হাজার ৪০৮ জনে। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৪০৭ জন। মঙ্গলবার কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে এসব তথ্য।
জান যায়, গত ২৪ ঘন্টায় কুমিল্লায় করোনা আক্রান্ত ৪৩ জনের মধ্যে ১৩ জন সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা। এছাড়াও আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ৬ জন, সদর দক্ষিণ উপজেলার ২ জন, বুড়িচং উপজেলার ৩জন, চান্দিনার ৪জন, চৌদ্দগ্রামের ৩জন, দেবীদ্বারের ২ জন, দাউদকান্দি উপজেলার ১ জন, লাকসামের ৫ জন, লালমাইয়ের ১জন, বরুড়ার একজন, মুরাদনগরের একজন এবং হোমনা উপজেলার একজন রয়েছেন।
এছাড়াও গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা ৬ জনের মধ্যে সদর উপজেলার ২জন, বুড়িচং উপজেলার একজন, চান্দিনা উপজেলার একজন, বরুড়া উপজেলার একজন এবং মুরাদনগর উপজেলার একজন রয়েছেন।