মাসুদ আলম: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় দূরপাল্লার বাস বন্ধ থাকলেও যানবাহনের অতিরিক্ত চাপ বেড়েছে। ঈদ ঘিরে ঘরমুখী মানুষ কর্মস্থল থেকে ফিরতে শুরু করায় যানবাহনের চাপে মহাসড়কের কোথাও ধীরগতি আবার কোথাও খন্ড খন্ড যানজট তৈরি হচ্ছে। এতে করে যাত্রী ও চালকদের দুর্ভোগ বেড়েছে। এদিকে ঢাকা থেকে কুমিল্লা মুখী দূরপাল্লার বাস প্রবেশ করতে না দেওয়ায় দাউদকান্দির টোলপ্লাজা এলাকায় পুলিশের চেকপোস্ট থেকে হেঁটে যাত্রীরা গন্তব্যে যাচ্ছেন। আবার অনেকে বিকল্প বাহন হিসেবে পণ্য পরিবহনকৃত ট্রাকে চড়ছেন। তবে মহাসড়কে দীর্ঘ কোন যানজট নেই।
খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার ভোর থেকে কুমিল্লার দাউদকান্দির শহীদনগর থেকে পুটিয়া পর্যন্ত ১০ কিলোমিটার সড়কে যানবাহনের ধীরগতির সঙ্গে খন্ড খন্ড যানজট সৃষ্টি হচ্ছে। মহাসড়কের গৌরিপুর এলাকার বাসিন্দা ও স্থানীয় সংবাদ কর্মী কামরুল হোসেন জানান, ঈদকে ঘিরে মহাসড়কের যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় খন্ড খন্ড যানজট সৃষ্টি হচ্ছে। যার কারণে মহাসড়কের গাড়ির ধীরগতি রয়েছে। তবে কোথাও যানজট স্থায়ী হয়ে দীর্ঘ হচ্ছে না।
কুমিল্লার লাকসাম উপজেলার সিরিয়াল গ্রামের বাসিন্দা চাকরিজীবী কাউসার আলম মঙ্গলবার সকাল ৯টার দিকে দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ডে যানজটে আটকে থেকে বলেন, স্ত্রী নিঝুম আক্তার ও ছয় মাসের মেয়ে ফাতিহাকে নিয়ে গ্রামের বাড়িতে রওনা হন ভোর পাঁচটায়। ঢাকার সায়েদাবাদ থেকে বাসে ওঠেন তাঁরা। পথে যানজটে আটকে থেকে দাউদকান্দির গৌরীপুর পর্যন্ত এক ঘণ্টার পথ পার হতে চার ঘণ্টা সময় লেগেছে। বাকি পথের ভোগান্তি মাথায় রেখেই আপনজনের সঙ্গে ঈদ করতে যাচ্ছেন বলে জানালেন।
ঢাকা থেকে কুমিল্লাগামী প্রাইভেট কারের চালক জাহিদ হাসান বলেন, ভোর পৌনে পাঁচটায় ঢাকার সায়েদাবাদ থেকে কুমিল্লার মুরাদনগরের দিকে রওনা দিয়েছি। পথে পথে শুধু যানজট আর যানজট। ঈদ সামনে রেখে যানবাহনের সংখ্যা বাড়ায়, উল্টো পথে যানবাহন চলায়, মহাসড়কের বিভিন্ন বাসস্ট্যান্ডে লোকাল বাসের স্ট্যান্ড গড়ে তোলায়, পণ্যবাহী যানবাহন ছোট যানবাহনকে যথাসময়ে সাইট না দেওয়ায় যানজটের সৃষ্টি হচ্ছে। গণপরিবহন ছাড়াই মহাসড়কে এমন পরিস্থিতি। গণপরিবহন চলাচল করলে অবস্থা কী হতো?
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি জহরুল ইসলাম বলেন, মহাসড়কের বিভিন্ন ধরণের গাড়ির চাপ বেড়েছে। দূরপাল্লার কোন বাস যাতায়াত করা দেয়া হচ্ছে না। চেকপোস্টে ঢাকা থেকে কুমিল্লামুখী যাত্রী পরিবহনকৃত বাস আটকে দেওয়া হচ্ছে। এছাড়া ব্যক্তিগত বাড়ির বেড়েছে মহাসড়কে। সেই সঙ্গে পণ্য পরিবহনকৃত গাড়িতে করে বাড়ি ফিরছেন ঘরমুখী মানুষ। মহাসড়কের গাড়ির চাপ বাড়ায় ধীরগতি তৈরি হচ্ছে। তবে যানজট নেই।