Published : Tuesday, 11 May, 2021 at 12:00 AM, Update: 11.05.2021 12:42:16 AM
নিজস্ব
প্রতিবেদক।। কুমিল্লায় একদিনে আরও ২৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সেই
সঙ্গে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৬৪ বছরের এক বৃদ্ধ।
এনিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪০১ জন। এদিকে কুমিল্লা জেলায় এ
পর্যন্ত ১২ হাজার ৩৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সুস্থ
হয়েছেন ১০ হাজার ৫৬জন। সর্বশেষ গত ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছেন ২০ জন।
সুস্থ হওয়া ব্যক্তিরা সবাই কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা।
কুমিল্লা
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় প্রাপ্ত ২২৬টি
রিপোর্টের মধ্যে ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে
কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার ১৮ জন, সদর দক্ষিণ, লাকসাম, দেবিদ্বার ও
বরুড়ায় একজন করে, বুড়িচং ও চান্দিনায় তিনজন করে।
এছাড়া এইদিন
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন
থাকা এক বৃদ্ধ মারা গেছেন। মারা যাওয়া বৃদ্ধ কুমিল্লা বুড়িচং এলাকার
বাসিন্দা।