Published : Sunday, 9 May, 2021 at 7:33 PM, Update: 09.05.2021 7:37:03 PM
বঙ্গোপসাগর থেকে ভেসে এসে কুয়াকাটা সৈকতে আটকা পড়েছে মৃত ডলফিন। বরিবার দুপুরে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকত সংলগ্ন লেম্বুর চরে এটিকে দেখতে পায় স্থানীয়রা। ১০ ফুট দৈর্ঘ্যের মৃত ডলফিনটির শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন রয়েছে। তবে জেলেদের জালে জড়িয়ে আঘাতে পেয়ে মারা যেতে পারে এমনটাই ধারণা স্থানীয়দের।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মৃত ডলফিনটি প্রথমে স্থানীয়রা দেখতে পায়। পরে তারা মৎস্য ও বন বিভাগের কর্মকর্তাদের খবর দেয়। আগেও কুয়াকাটার সৈকতে ভেসে এসেছিল বেশ কয়েকটি মৃত ডলফিন ও তিমি। কি কারণে এসব সামুদ্রিক জীবের মৃত হচ্ছে সেটা নিশ্চিত করতে পারেনি মৎস্য বিভাগ।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ডলফিন বন্যপ্রাণি। তাই বনবিভাগের সহায়তায় এটিকে মাটি চাপা দেয়া হয়েছে।