ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় একদিনে করোনায় আরও ৩ মৃত্যু
শনাক্ত ৩০
Published : Sunday, 9 May, 2021 at 12:00 AM, Update: 09.05.2021 1:17:13 AM
কুমিল্লায় একদিনে করোনায় আরও ৩ মৃত্যুমাসুদ আলম: কুমিল্লায় একদিনে আরও তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৩০জন। গত ২৪ ঘন্টায় মারা যাওয়া এই তিন ব্যক্তির মধ্যে সবাই নারী। এদের মধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় দুই নারী (৬০, ৩৬) এবং মুরাদনগর উপজেলায় এক নারী (৬০)। তারা সবাই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার তিন মৃত্যুসহ জেলায় এপর্যন্ত ৩৯৭ জন মারা গেছেন। এদিকে গত ২৪ ঘন্টায় আরও ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় ১২ হাজার ৩১০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে একদিনে নতুন করে ৫৫জনসহ জেলায় এই পর্যন্ত ১০ হাজার ১ জন সুস্থ হয়েছেন।    
শনিবার তথ্যগুলো নিশ্চিত করেছেন কুমিল্লার সিভিল সার্জন কার্যালয়।
কার্যালয় সূত্রে জানা যায়, কুমিল্লা জেলায় গত ২৪ ঘন্টায় প্রাপ্ত ২৭৮টি রিপোর্টের মধ্যে ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। তার মধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় ১৪জন, সদর দক্ষিণ, চান্দিনা, দাউদকান্দি, মুরাদনগর ও মেঘনায় একজন করে, লাকসাম, বরুড়া, তিতাস ও নাঙ্গলকোটে দুইজন করে এবং দেবিদ্বার তিনজন।