Published : Sunday, 9 May, 2021 at 12:00 AM, Update: 09.05.2021 1:17:22 AM
মাসুদ
আলম।। কুমিল্লার কোটবাড়ি এলাকায় গলায় ফাঁস লাগানো এক অবসরপ্রাপ্ত বর্ডার
গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত
বিজিবি সদস্যের লাশের পাশে তার লেখা একটি চিরকুট পেয়েছেন পুলিশ। ওই চিরকুটে
তার মৃত্যুতে কারা দায়ী তাদের কথা উল্লেখ করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে
পুলিশ চিরকুটে থাকা ব্যক্তিদের নাম বলছেন না।
অবসরপ্রাপ্ত বিজিবি
সদস্য নুরুল ইসলাম মিয়াজীর বাড়ী কুমিল্লার দাউদকান্দি উপজেলায়। তিনি
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি গন্ধমতি এলাকায় ভাড়া থাকতেন। শনিবার
(৮ মে) দুপুরে উপজেলার কোটবাড়ী গন্ধমতি কাজীবাড়ি এলাকায় এই ভাড়া বাসা থেকে
তার গলায় ফাঁস লাগানো ঝুঁলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
জানা যায়, নুরুল ইসলাম ১৯৯৮ সালে তৎকালীন বিডিআর (বর্তমানে নাম বদলে বিজিবি) থেকে অবসর নেন।
এদিকে স্থানীয়রা জানান, নুরুল ইসলাম দুটি বিয়ে করেছেন। গন্ধমতি এলাকার বেশ কয়েকজন ব্যক্তির সঙ্গে তার বিরোধ ছিল।
কুমিল্লার
সদর দক্ষিণ থানার তদন্ত কর্মকর্তা বিল্লাল হোসেন জানান, গলায় ফাঁস লাগানো
ঝুঁলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার পাশে একটি চিরকুট পাওয়ার কথা জানান।
চিরকুটে তিনি কেন আত্মহত্যা করেছেন ও কারা এর জন্য দায়ী তা লেখা আছে।
বিষয়টি তদন্ত করা হচ্ছে।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধারের পর কুমিল্লা মেডিক্যাল কলেজে মরদেহ ময়নাতদন্ত করা হয়েছে।