ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
শতাধিক দুঃস্থ পরিবারকে ইদ উপহার দিলেন এএসপি জুয়েল
Published : Thursday, 13 May, 2021 at 3:36 PM
শতাধিক দুঃস্থ পরিবারকে ইদ উপহার দিলেন এএসপি জুয়েলরণবীর ঘোষ কিংকর: আসন্ন ইদ-উল-ফিতর উপলক্ষ্যে কুমিল্লার চান্দিনা ও দাউদকান্দি উপজেলার মোট ১১০ দুঃস্থ পরিবারের মাঝে ইদ উপহার বিতরণ করেছেন এএসপি মো. জুয়েল রানা। দাউদকান্দি সার্কেল ও চান্দিনা থানার সহযোগিতায় ওই ইদ সামগ্রী বিতরণ করা হয়।
বুধবার (১২ মে) দুপুরে চান্দিনা মডেল থানা প্রাঙ্গণে চান্দিনা উপজেলার ৪০টি পরিবারের মধ্যে এবং মঙ্গলবার (১১ মে) দাউদকান্দি উপজেলার দুঃস্থ ৭০ পরিবারের মধ্যে ইদ উপহার বিতরণ করেন। সিনিয়র সহকারি পুলিশ সুপার (এএসপি) জুয়েল রানা চান্দিনা ও দাউককান্দি থানার সার্কেল অফিসারের দায়িত্ব পালন করছেন।
ইদ উপহার বিতরণের সময় উপস্থিত ছিলেন চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসউদ্দিন মোহাম্মদ ইলিয়াছ, চান্দিনা থানায় কর্মরত পুলিশ কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
এসময় এএসপি জুয়েল রানা বলেন- বিশ্বব্যাপী চলমান করোনা মহামারিতে ঘরে থেকে পরিবারের সবার সাথে ইদের আনন্দ ভাগ করে নেওয়া ও প্রতিটি পরিবারের মধ্যে ইদের আনন্দ ছড়িয়ে দিতে জেলা পুলিশের উদ্যোগে আমাদের এই আয়োজন। ইদ উপহার শাড়ি-লুঙ্গির পাশাপাশি তাদের হাতে সেমাইসহ বিভিন্ন ইদ সামগ্রী তুলে দেওয়া হয়েছে।