ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
হেরে শিরোপা জয়ের লড়াই থেকে ছিটকে গেল বার্সা
Published : Tuesday, 18 May, 2021 at 12:00 AM
লা লিগার শিরোপার ীণ আশা বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প ছিল না বার্সেলোনার। লিওনেল মেসির গোলে এগিয়েও গিয়েছিল তারা। কিন্তু শেষরা হলো না। জয় তো দূরের কথা, ড্র নিয়েও মাঠ ছাড়তে পারল না কাতালানরা। সেলতা ভিগোর কাছে হেরে গেল রোনাল্ড কোমানের শিষ্যরা।
সোমবার রাতে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে ২-১ গোলে হেরেছে বার্সেলোনা। ফলে তারা ছিটকে গেছে লা লিগার শিরোপা জয়ের লড়াই থেকে। সেলতার পে জোড়া গোল করেন সান্তি মিনা।
লিগের মাত্র এক রাউন্ড বাকি থাকতে শীর্ষে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদের অর্জন ৩৭ ম্যাচে ৮৩ পয়েন্ট। তারা নিজেদের মাঠে ২-১ গোলে হারিয়েছে ওসাসুনাকে। ৮১ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল মাদ্রিদ। তারা অ্যাথলেতিক বিলবাওয়ের মাঠে জিতেছে ১-০ গোলে। তিনে থাকা বার্সার অর্জন ৭৬ পয়েন্ট।
গোটা ম্যাচে বল দখলের পাশাপাশি আক্রমণেও আধিপত্য ছিল বার্সার। তাদের নেওয়া ২০ শটের চারটি ছিল ল্েয। সেলতারও চার শটের চারটি ছিল ল্েয। বার্সা অবশ্য পুরো ১১ জন নিয়ে খেলা শেষ করতে পারেনি। ৮৩তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন কেঁমো লংলে।
বার্সার সঙ্গে মেসির চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে চলতি মৌসুমের শেষে। নতুন চুক্তি না করলে ক্যাম্প ন্যুতে এটাই হতে পারে আর্জেন্টাইন তারকার শেষ ম্যাচ।
লিগ শিরোপা পুনরুদ্ধার করা না হলেও আসরের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার মেসির হাতে ওঠা একরকম নিশ্চিত। ৩০ গোল নিয়ে তিনি আছেন তালিকার শীর্ষে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভিয়ারিয়ালের জেরার্দ মোরেনোর গোল ২৩টি। ২২ গোল নিয়ে তিনে রিয়াল মাদ্রিদের করিম বেনজেমা।