দেশে ফিরলেন ভারতে আটকাপড়া ১১ বাংলাদেশি
Published : Tuesday, 18 May, 2021 at 12:00 AM
চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন ভারতে আটকাপড়া ১১ বাংলাদেশি। সোমবার (১৭ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুই দেশের মধ্যস্থতায় তারা দেশে ফেরেন। এদের মধ্যে তিনজন নারী ও আটজন পুরুষ।
দর্শনা জয়নগর চেকপোস্টের ইমিগ্রেশন ইনচার্জ আব্দুল আলিম বলেন, ভারতে আটকাপড়া বাংলাদেশিদের নিয়ে আসতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। রোববার (১৬ মে) আটকা পড়া ১১ জন দেশে ফেরার কথা থাকলেও সোমবার (১৭ মে) বিকেলে তারা দেশে ফেরেন।
তিনি আরও বলেন, বন্দরে তাদের করোনা পরীক্ষা করা হয়েছে। তাদের কারও শরীরে করোনা পজিটিভ পাওয়া যায়নি। তাদের প্রত্যেককে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চত্বরের নার্সিং ইনস্টিটিউটে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে।
করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত উপ-কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভিন বলেন, চিকিৎসাসহ বিভিন্ন কাজে ভারতে গিয়ে আটকা পড়েছেন অনেক বাংলাদেশি। দর্শনা চেকপোস্ট দিয়ে এমন তিন শতাধিক বাংলাদেশিকে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার।
এ বিষয়ে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, প্রাথমিকভাবে নার্সিং ইনস্টিটিউট ও দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে নির্বাচন করা হয়েছে।