ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে ব্রাহ্মণপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত
Published : Wednesday, 19 May, 2021 at 8:46 PM
সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে ব্রাহ্মণপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিতইসমাইল নয়ন ॥
    সাংবাদিক রোজিনা ইসলামকে গত ১৮মে মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে শারীরিক ও মানসিকভাবে হেনেস্তা করে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করার প্রতিবাদে ১৯ মে বুধবার বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাব ও ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের যৌথ উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
    উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভায় ব্রহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইসমাইল নয়নের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আবদুল আলীম খান, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহমেদ লাভলু।
     সভায় বক্তারা “প্রথম আলো” পত্রিকার জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে শারীরিক ও মানষিক ভাবে হেনস্তা করে এবং মিথ্যা মামলা দেওয়ায় তীব্র নিন্দা জানান। বক্তারা বলেন, সাংবাদিকরা স্বাধীন। সাংবাদিক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। অনতিবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করে রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তি দিতে জোর দাবি জানান তারা। তা-না হলে একের পর এক কর্মসূচীরও ঘোষণা দেন বক্তারা।
    এসময় মানববন্ধন ও প্রতিবাদ সভায়, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সহ সভাপতি সৌরভ মাহমুদ হরুন, হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক প্রভাষক আবদুল কুদ্দুস, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল হক শাকিল, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম, অর্থ সম্পাদক অপু খান, প্রচার সম্পাদক আতাউর রহমান। ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, সাংবাদিক সজিব ভূইয়া, বাছির উদ্দিন, গাজী রুবেল, সাইফুল ইসলাম সহ উপজেলা কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।