ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচংয়ে আম কুড়াতে গিয়ে গণধর্ষণের শিকার এক সন্তানের জননী
Published : Wednesday, 19 May, 2021 at 8:51 PM
বুড়িচংয়ে আম কুড়াতে গিয়ে গণধর্ষণের শিকার এক সন্তানের জননী সৌরভ মাহমুদ হারুন ।।
কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের  ইন্দ্রবতী গ্রামের  পোদ্দার বাড়ির বাগানে ১৮ মে দিবাগত মঙ্গলবার গভীর রাতে ঝড়ের পরে বাগানে আম কুড়াতে গিয়ে এক সন্তানের জননীর  হাত পা  মুখ বেঁধে গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযোগ পাওয়ার পরপরই জড়িত ৩ ধর্ষককে গ্রেফতার করেছে বুড়িচং থানা পুলিশ।

বুড়িচং থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাসুদ খাঁন  ও মামলার এজাহার সূত্রে জানা যায়, সন্তান নিয়ে পিতার বাড়িতে বসবাস করনে নির্যাতিতা ওই নারী। গত মঙ্গলবার রাত আনুমানিক আড়াইটায় ভুক্তভোগী এক সন্তানের জননী (২৬) ঝড় বয়ে যায়।  ঝড়ের পরে আম কুড়াতে বের হয় ওই নারী,  আম কুড়ানোর এক পর্যায়ে বাড়ির পাশের বাগানে প্রবেশ করলে ৪জনের সঙ্ঘবদ্ধ দল ভুক্তভোগীর ওড়না দিয়ে মুখ বেঁধে হাত ও পা চেপে ধরে তার ওপর পাষবিক নির্যাতন চালায়। এ ঘটনায় ১৯মে বুধবার সাকালে ভুক্তভোগী নারী বাদী হয়ে বুড়িচং থানায় অভিযোগ দায়ের করলে তাৎক্ষণিক  অভিযান চালিয়ে ৩ আসামীকে আটক করে পুলিশ। বুড়িচং থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাসুদ বলেন, অভিযোগের পরপরই অভিযান চালিয়ে বুড়িচং উপজেলার বেড়াজাল এলাকার মৃত আকমত আলীর ছেলে আঃ রহিম (৩২), বুরবুরিয়া গ্রামের সিরাজ (সিরু) মিয়ার ছেলে স্বপণ (৩৫) ও রংপুর জেলার গঙ্গানগর উপজেলার মন্ডলপাড়া এলাকার মৃত মফিজ উদ্দিন এর ছেলে মমতাজ উদ্দিন (৩৫) কে আটক করা হয়েছে। আটককৃত আসামিরা দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি প্রদান করেছে। বিজ্ঞ আদালত আসামীদের জেল হাজতে প্রেরন করেছে। জড়িত অপর এক আসামী পলাতক রয়েছে। ভুক্তভোগীকে মেডিকেল চেকআপের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন বলে জানা গেছে।