ফিলিস্তিনের উপর হামলার প্রতিবাদে দাউদকান্দিতে মানববন্ধন
Published : Thursday, 20 May, 2021 at 12:00 AM
আলমগীর হোসেন দাউদকান্দি।।
দাউদকান্দিতে সুশীল সমাজ সংগঠনের উদ্যোগে শান্তপ্রিয় মুসলিম রাষ্ট্র ফিলিস্তিনর উপর ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলার গৌরীপুর বাজারে ঢাকা-হোমনা সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন নিরাপদ চিকিৎসা চাই কুমিল্লার সভাপতি ও সুশীল সমাজ সংগঠনের উপদেষ্টা মো. আলী আশরাফ খান।
সভাপতিত্ব করেন সুশীল সমাজ সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো: রুহুল আমিন সরকার। এসময় উপস্থিত ছিলেন 'সৃষ্টি' সংগঠনের সাধারণ সম্পাদক মো: এখলাছুর রহমান মুন্সী, যুগ্ম সাধারণ সম্পাদক মো: সফিউল বাশার সুমন,
সাংগঠনিক সম্পাদক মো: আলমগীর হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: ইব্রাহীম রাসেল, সমাজকল্যাণ সম্পাদক মো: মনির হোসেন ইব্রাহিম, সাংবাদিক মোহাম্মদ হানিফ খান, মো: আবু তাহের নয়ন, মো: বিল্লাল মোল্লা, সমাজকর্মী মোঃ তৈয়ব আলী, হাফেজ মাওলানা নাজমুল হোসেন তিতাসী, মিডিয়া কর্মী মো: রাজিব হোসেন জয়, ইকরামুল হাসান,মো: রহমত উল্লাহ, সংগঠক মো: নাহিদ সরকার, মো: কাইয়ুম সরকার , আরএম রায়হান, মো: আল-আমিন, সাব্বির রহমান, নাজমুল সাকিব প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ফিলিস্তিন তথা আল-আকসায় হামলা মানে সমগ্র বিশ্ব মুসলিমের উপর হামলা। আমরা ইসরায়েলের এই বর্বরোচিত হামলার বিরুদ্ধে বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানাই'।