কুমিল্লায় সম্ভব্য চেয়ারম্যান প্রার্থীদের নাম ষোষণা করেছে ইসলামী আন্দোলন
Published : Thursday, 20 May, 2021 at 12:00 AM
নিজস্ব প্রতিবেদক।। কুমিল্লায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্ভব্য ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষনা করা হয়েছে। বুধবার (১৯ মে) দুপুরে সংগঠনের উত্তর জেলা কার্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রার্থীদের নাম ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যুগ্ম মহাসচিব, অনুষ্ঠানের প্রধান অতিথি প্রকৌশলী আশরাফুল আলম। এ সময় কুমিল্লার ৮ উপজেলার ৪৭ টি ইউনিয়নের প্রার্থীদের নাম ঘোষণা করে দলীয প্রতীক হাতপাখা ও শুভেচ্ছা উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ছিলেন কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা খলিলুর রহমান, কেন্দ্রীয় সদস্য আলহাজ্ব সেলিম মাহমুদ, উত্তর জেলার ছদর আলহাজ্ব কামরুল হাসান খোকন, জেলা আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোহাম্মদ হারুনুর রশিদ, যুব আন্দোলন কুমিল্লা জেলা উত্তর সভাপতি এস.এম তাজুল ইসলাম, সহ-সভাপতি আ.ম.ম ওবায়দুল হক। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর সভাপতি মু. খালেদ সাইফুল্লাহ, সহ-সভাপতি মাসুম বিল্লাহ।
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কুমিল্লা জেলা উত্তর সভাপতি মুহাম্মদ রাশেদুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কুমিল্লা উত্তর জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ তৈয়্যব। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কুমিল্লা উত্তর জেলা সেক্রেটারি মাওলানা মুহাম্মদ নূর হুসাইন।
অনুষ্ঠানের প্রধান অতিথি প্রকৌশলী আশরাফুল আলম বলেন, ইসলামী আন্দোলন হিম্মতের সাথে স্থানীয় সরকার নির্বাচনে লড়াই করবে। আল্লাহ বলেছেন প্রকৃত বিজয় মুমিনদের জন্য। তাই পীর সাহেব চরমোনাই আপনাদের হাতে এ আমানত তুলে দিয়েছে। একদিন এ দেশে দ্বীন প্রতিষ্ঠা হবে। তিন দশকেরও বেশী সময় সে লক্ষে সুদৃঢ় ভাবে কাজ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
প্রসঙ্গত, চলতি বছর প্রথম ধাপে দেশের ১৯ জেলার ৩৭১ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন।