সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে বরুড়ায় মানববন্ধন
Published : Thursday, 20 May, 2021 at 12:00 AM
ইলিয়াছ আহমদ, বরুড়া:
প্রথম আলো পত্রিকার সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতনের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লার বরুড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মে) বেলা ১১টার দিকে বরুড়া পৌরসদর বাজারের জিরো পয়েন্টে বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বরুড়া প্রেসক্লাবের সভাপতি আবুল হাসেম, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, দপ্তর সম্পাদক এমডি. আজিজুর রহমান, সদস্য এইচ এম সেলিম, সাকিব আল হেলাল, খোশবাস বার্তার সম্পাদক ইউনুছ খান, এশিয়ান টিভির প্রতিনিধি আশিকুর রহমান রাসেল, দৈনিক বর্তমান কথার প্রতিনিধি শাহ আলম, উপজেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য রোটা. ওরম ফারুক, মুক্তির লড়াইয়ের প্রতিনিধি মহিববুল্লাহ বাবুল। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আজহার সুমন, সদস্য শাকিলা জামান, কবি সোহেল রানা, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি তোফাজ্জল হোসেন তুহিন, আবদুস সালাম, আশিকুর রহমান, ফজলুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষিদের সাব্যস্থ করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান। ঘটনার সাথে জড়িত ৬জনকে বদলি করায় সরকারকে অভিনন্দন জানান। এছাড়াও বন্দি সকল সাংবাদিকদের মুক্তির দাবি জানানো হয়।