ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় তামাক নিয়ন্ত্রণ বাস্তবায়ন কমিটির সদস্যদের প্রশিক্ষণ
Published : Thursday, 20 May, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন||
জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের সহযোগিতায়, উপজেলা প্রশাসনের আয়োজনে সারা দেশের ন্যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃতপ্রাপ্তদের মাঝে গতকাল বুধবার দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা  উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা হক পপি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য  কর্মকর্তা আবু হাসনাত মোঃ মহিউদ্দিন মুবিন।
দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা কৃষি অফিসার মাহবুবুল হাছান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শুভ সূত্রধর, মৎস্য কর্মকর্তা জয় বণিক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ফারুক আহাম্মদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহমেদ, শিক্ষা কর্মকর্তা মোঃ সেলিম মুন্সী, উপজেলা প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এনামুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সাহেদুল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন, সমাজসেবা কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন, আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ নাজিউর আলম, উপজেলা চেয়ারম্যান প্রতিনিধি জাহিদুল হাছান পলাশ, হিসাব রক্ষণ কর্মকর্তা বিল্লাল হোসেন পাটোয়ারী, উপ-সহকারী প্রকৌশলী মোঃ কামাল হোসেন, স্যানেটারী ইন্সপেক্টর পারভীন সুলতানা, ভগবান সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু হানিফ, সাহেবাবাদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ হুমায়ন কবির, ইউপি চেয়ারম্যান যথাক্রমে মোঃ সুলতান আহাম্মদ, গিয়াস উদ্দিন মুহাম্মদ, মোঃ মোস্তবা আলী শাহিন, মোঃ আনিসুর রহমান ভূইয়া, মোঃ জসিম উদ্দিন, মোস্তফা সারোয়ার খান, মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আবদুল আলীম খান, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।