Published : Thursday, 20 May, 2021 at 12:00 AM, Update: 20.05.2021 1:56:54 AM
নিজস্ব প্রতিবেদক: ব্যবসা প্রতিষ্ঠানের পাশে মাদক সেবনে বাধা দেওয়ায় সংঘবদ্ধ হয়ে ব্যবসায়ীকে কুপিয়ে, পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। ছিনিয়ে নেয়া হয়েছে তার সঙ্গে থাকা নগর দেড় লাখ টাকা। হামলার শিকার আহত ব্যবসায়ী মোহাম্মদ দেলোয়ার হোসেন বর্তমানে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার রাজেশপুর গ্রামের মৃত আবদুল হাকিমের ছেলে। এই ঘটনায় ব্যবসায়ী দেলোয়ার হোসেনের স্ত্রী আয়েশা বেগম বাদি হয়ে ৭ জনকে আসামি করে চৌদ্দগ্রাম থানায় একটি মামলা করেছেন।
আসামীরা হলেন চৌদ্দগ্রাম উপজেলার মিয়া বাজার কোমারডোগা গ্রামের শাহাদাত হোসেন (২৮) ও মো. শাহজালাল (৩৭), বাবলু মিয়া (৩০), জসিম উদ্দিন (৫০), মো. ফয়সাল (২০), মো. মেহেদী এবং সদর দক্ষিণের রাজেশপুর গ্রামের মো. মবিল (২৫)।
মামলা আয়েশা বেগম জানান, চৌদ্দগ্রাম উপজেলার মিয়া বাজার কোমারডোগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ফার্নিচার, মুরগীর ফার্ম ও বিকাশে লেনদেনসহ মুদি ব্যবসা করে আসছেন। অভিযুক্তদের দেলোয়ারের ব্যবসা প্রতিষ্ঠানের পাশে মাদক সেবনে বাধা দেওয়ায় ১৪ মে (শুক্রবার) রাতে দেলোয়ারের উপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। পরবর্তীতে প্রাণ রক্ষার্থে শোর চিৎকার করলে স্থানীয়রা দেলোয়ারকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যার কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।
এ বিষয়ে জানতে চাইলে চৌদ্দগ্রাম থানার সাব ইন্সপেক্টর (নিরস্ত্র) ও মামলার তদন্ত কর্মকর্তা আবদুল কাদের জানান, হামলার ঘটনাটি তিনি তদন্ত শুরু করেছেন। তদন্তে হামলায় জড়িত আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে তিনি অভিযান চালাচ্ছেন।