ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চান্দিনায় বলাৎকারের ঘটনায় মাদ্রাসা শিক্ষক আটক
Published : Thursday, 20 May, 2021 at 5:10 PM, Update: 20.05.2021 10:23:22 PM
চান্দিনায় বলাৎকারের ঘটনায় মাদ্রাসা শিক্ষক আটকরণবীর ঘোষ কিংকর।
কুমিল্লার চান্দিনায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকার করার অভিযোগে সাইদুর রহমান (৩২) নামে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ।
বুধবার (১৯ মে) রাতে চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের কালিয়ারচর সিরাজুল উলুম হাফিজিয়া নূরানী মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়।
আটক মাদ্রাসা শিক্ষক সাইদুর রহমান নোয়াখালী জেলার চাটখিল উপজেলার সানোখালী গ্রামের নূরুল আমিন এর ছেলে। এ ঘটনায় ভূক্তভোগী শিক্ষার্থীর পিতা রজ্জব আলী বাদী হয়ে চান্দিনা থানায় মামলা দায়ের করেন।
স্থানীয় সূত্রে জানা যায়- চান্দিনার গল্লাই ইউনিয়নের কালিয়ারচর সিরাজুল উলুম হাফিজিয়া নূরানী মাদ্রাসার নাজেরা বিভাগে অধ্যয়ণরত শিক্ষার্থী (১০) কে ভয় দেখিয়ে কয়েকদিন যাবৎ বলাৎকার করে আসছে। ওই শিক্ষার্থী বাড়িতে গিয়ে মাদ্রাসায় আসতে রাজি না হওয়ায় সন্দেহ জাগে। পরবর্তীতে ছেলের মুখে ওই ঘটনা শুনে থানায় লিখিত অভিযোগ করেন রজ্জব আলী।
চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামসউদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান- অভিযোগ পাওয়ার সাথে সাথে ওই মাদ্রাসা শিক্ষককে আটক করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই শিক্ষক ঘটনার সত্যতা স্বীকার করে। এ ঘটনায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।