ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দ্বিতীয় দিনে হিলি দিয়ে ফিরলেন ২১ বাংলাদেশি
Published : Thursday, 20 May, 2021 at 7:42 PM
দ্বিতীয় দিনে হিলি দিয়ে ফিরলেন ২১ বাংলাদেশি দ্বিতীয় দিনে ভারতে আটকে পড়া আরও ২১ জন হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন। তাদের মধ্যে ১১ নারী ও ১০ পুরুষ রয়েছেন।

কলকাতার বাংলাদেশি উপ-হাইকমিশন থেকে অনাপত্তিপত্র (এনওসি) ও করোনা টেস্টের নেগেটিভ সনদ নিয়ে বৃহস্পতিবার (২০ মে) বেলা সাড়ে ১১টা থেকে বিকেল পর্যন্ত হিলি চেকপোস্ট দিয়ে তারা দেশে প্রবেশ করেন।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি সেকেন্দার আলী জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়ায় ১৬ মে থেকে চালু হয় হিলি ইমিগ্রেশন। তবে ভারত অভ্যন্তরে জটিলতার কারণে বুধবার চেকপোস্ট দিয়ে ৩৭ যাত্রী এসেছেন।

বৃহস্পতিবার (২০ মে) বিকেল পর্যন্ত এসেছেন মোট ২১ জন। দুইদিনে মোট ৫৮ যাত্রী দেশে ফিরেছেন।

তিনি আরও জানান, ভারতে আরও অনেকে আটকা রয়েছেন। তাদের পর্যায়ক্রমে আনা হবে।

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ আলম জানান, ভারতফেরত ২১ জনকে উপজেলার বিভিন্ন আবাসিক হোটেলে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে রাখা হয়েছে।