প্রধানমন্ত্রীর উপহার তিতাসে নগদ অর্থ শিশু খাদ্য ও বিতরণ
Published : Friday, 21 May, 2021 at 12:00 AM
কবির হোসেন, তিতাসঃ
কুমিল্লার তিতাস উপজেলায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার নগদ অর্থ, শিশু খাদ্য ও গো-খাদ্য বিতরণ করা হয়েছে। করোনা মহামারি ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে এই উপাহার বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে তিতাস উপজেলা পরিষদ চত্বরে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের এমপি সেলিমা আহমাদ মেরী উপকারভোগীদের মধ্যে ৫৮ জন খামারী, ৯টি ইউনিয়নে এক লাখ টাকার শিশু খাদ্য ও ইউপি চেয়ারম্যানদের হাতে ২৫ হাজার টাকার চেক, প্রধানমন্ত্রীর উপহার তুলেদেন। এসময় এমপি সেলিমা আহমাদ মেরী উপস্থিত সকলের নিকট প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া চেয়েছেন।
প্রধানমন্ত্রীর উপহার বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাম্মৎ রাশেদা আক্তার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.আব্দুল মান্নান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসানু ইসলাম, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক সারওয়ার হোসেন বাবু, তিতাস উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইফুল আলম মুরাদ, সাতানী ইউপি চেয়ারম্যান সামসুল হক সরকার, মজিদপুর ইউপি চেয়ারম্যান ফারুক মিয়া সরকার, ভিটিকান্দি ইউপি চেয়ারম্যান আবুল হোসেন ছাত্রলীগ নেতা কামরুল হাসান তুষার ও খায়রুল খন্দকারসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।