Published : Saturday, 22 May, 2021 at 12:00 AM, Update: 22.05.2021 2:01:49 AM
নিজস্ব
প্রতিবেদক:
কুমিল্লার বুড়িচংয়ে বটি দিয়ে কুপিয়ে স্ত্রীকে হত্যার দুই দিনপর
পলাতক স্বামী রমজান আলীকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার
আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে রমজান আলীকে কারাগারে পাঠানো
হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা বুড়িচং থানার
উপ-পরিদর্শক বাদল মিয়া।
রমজান আদালতকে জানান, তার স্ত্রী রীমা আক্তার
পরকীয়ায় জড়িত ছিলো। বিষয়টি নিয়ে বেশ কয়েকবার স্ত্রীকে সতর্ক করেন রমজান। গত
মঙ্গলবার কৌশলে বাড়ির সবাইকে কোটবাড়ি বিনোদন কেন্দ্রে পাঠায়। স্ত্রী
রীমাকে প্রথমে গলা চেপে ধরে হত্যার চেষ্টা করেন। না পেরে বটি দিয়ে কুপিয়ে
হত্যা করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা বাদল মিয়া জানান, বুড়িচং
উপজেলার জগতপুর গ্রামে রীমাকে হত্যার পর মঙ্গলবার রাতে নিহত বড় বোন মোসাঃ
আফরিন সুলতানা সীমা বাদী হয়ে মোঃ রমজান আলী, তাঁর ছোট ভাই মোঃ ছাদ্দাম
হোসেন ও ছোট বোন মোসাঃ চাঁদনী আক্তারের বিরুদ্ধে বুড়িচং থানায় একটি হত্যা
মামলা দায়ের করেন। তথ্য প্রযুক্তির সহয়তায় বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ
জেলার রূপগঞ্জের গন্ধবপুর এলাকা থেকে রমজানকে আটক করে। শুক্রবার বিকালে
কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম রোকেয়া বেগমের আদালতে স্ত্রী রীমা হত্যার
বিষয়ে জবানবন্দি দেয় রমজান।
উল্লেখ্য, গত মঙ্গলবার বটি দিয়ে কুপিয়ে
স্ত্রী রীমা আক্তারকে হত্যা করে পালিয়ে যায় রমজান আলী। রমজান ও রীমা
দম্পত্তির ঘরে তাকিয়া নামের ৮ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।