শরীরে করোনা উপসর্গ থাকায় করোনা টেস্ট করানো হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজনের। প্রথম রিপোর্টে করোনা পজিটিভ হওয়ার পর বাসায় আইসোলেশনে ছিলেন সাবেক এই ক্রিকেটার। তবে রবিবার ম্যাচের আগে খালেদ মাহমুদকে মাঠে দেখা গেছে।
বিসিবি জানিয়েছে, শনিবার করোনার দ্বিতীয় পরীক্ষা করানো হয় সুজনের। সেই পরীক্ষায় নেগেটিভ হয়েই দলের সঙ্গে যুক্ত হন তিনি। শ্রীলঙ্কা সফরে টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করা সুজন এই সিরিজেও একই দায়িত্ব পালন করবেন।
প্রসঙ্গত, শ্রীলঙ্কা থেকে ফিরে ক্রিকেটারদের মতো হোম কোয়ারেন্টিনে ছিলেন সুজন। দুইবার নেগেটিভ আসার পর যোগ দিয়েছিলেন দলের সঙ্গে। তবে ঈদের ছুটির পর করোনা উপসর্গ দেখা দেওয়ায় মাঠে আসা হয়নি তার। ছিলেন আইসোলেশনে। অবশেষে দুইবার করোনা পরীক্ষার পর নেগেটিভ হয়ে ক্রিকেটারদের সঙ্গে যুক্ত হন সাবেক এই অধিনায়ক।