অনন্ত জলিল মানেই বিগ বাজেটের সিনেমা। যেখানে ঘাটতি হয় না নতুন সৃষ্টির। অথচ তার ক্যারিয়ারের সবচেয়ে বড় ছবি ‘দিন-দ্য ডে’তে যুক্ত হচ্ছে পুরনো একটি গান!
না, এটা ঠিক অর্থাভাবে নয়। বরং গানটির কথার সঙ্গে সিনেমার একটি অংশের আবেগের সঙ্গে এতোটাই মিলে যায়, তাই এটির বাইরে নতুন কিছু ভাবতেই পারেননি ছবির নায়ক-প্রযোজক অনন্ত। আর সেই গানের সঙ্গে যদি নিজের জীবনসঙ্গীর নাম থাকে তবে তো কথাই নেই!
এসব মিলিয়ে ‘দিন- দ্য ডে’ ছবির জন্য অনন্ত জলিল চূড়ান্ত করলেন তারেক আনন্দের কথায় ইমরানের তৈরি ও গাওয়া ‘বলতে বলতে চলতে চলতে’ অ্যালবামের ‘বর্ষা চোখ’ গানটি।
মজার তথ্য হলো ইউটিউবে ভক্তদের বানানো শতাধিক ভিডিও রয়েছে ‘বর্ষা চোখ’ গানটির। প্রকাশিত স্টুডিও ভার্সনের ভিউ কোটি ছাড়িয়েছে অনেক আগেই। এবার সেই গান থাকছে ‘দিন-দ্য ডে’তে অনন্ত-বর্ষার সঙ্গে।
সিনেমার জন্য গানটি নতুন করে সংগীতায়োজন করেছেন ইমরান নিজেই। বললেন, ‘অনন্ত ভাইয়ের আসলে নতুন একটি গান তৈরির পরিকল্পনা ছিলো। তবে সেটি করার আগে আমার পুরনো গানটি শুনেই নতুন তৈরির সিদ্ধান্ত পরিবর্তন করেন। বলেন, নতুন যত গানই বানাই- এটার আবেদন পাওয়া যাবে না! অবশেষে পুরনো গানটির কথা-সুর ঠিক রেখে নতুন সংগীতায়োজন করেছি। আশা করছি সিনেমার দর্শকদের কাছেও এই গান ভালো লাগবে।’
গানটি প্রসঙ্গে ছবির প্রযোজক-নায়ক অনন্ত জলিল বলেন, ‘‘গানটির শিরোনাম ‘বর্ষা চোখ’ হওয়ার কারণেই নতুন করে এটি ব্যবহার করছি এবং এর চিত্রায়নে ভিন্নতা আনা হয়েছে। আমি বরাবরই নতুন কিছু দেওয়ার চেষ্টা করেছি। এটি তারই ধারাবাহিকতা বলতে পারেন।’’
বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত ‘দিন- দ্য ডে’ পরিচালনা করছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। এই ছবিতে অনন্ত’র বিপরীতে অভিনয় করেছেন তার স্ত্রী বর্ষা। এছাড়া ইরান ও লেবাননের বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীও রয়েছেন ছবিটিতে। জানা যায়, ছবিটি মুক্তি পাচ্ছে ঈদুল আযহায়।