ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
৪৯ বছরের রেকর্ড ভাঙলেন লেওয়ানডোস্কি
Published : Sunday, 23 May, 2021 at 1:33 PM
৪৯ বছরের রেকর্ড ভাঙলেন লেওয়ানডোস্কিবুন্দেসলিগায় এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন রবার্ট লেওয়ানডোস্কি। পোলিশ স্ট্রাইকার ভাঙলেন কিংবদন্তি জার্ড মুলারের ৪৯ বছরের পুরোনো রেকর্ড।

শনিবার আগসবার্গের বিপক্ষে ৫-২ গোলে জিতেছে লেওয়ানডোস্কির দল বায়ার্ন মিউনিখ।

ম্যাচের একেবারে শেষ দিকে গোল করেন লেওয়ানডোস্কি।  ওই গোলের পর মুলারের রেকর্ড ভাঙেন তিনি।

১৯৭১-৭২ মৌসুমে মুলার এক মৌসুমে সর্বোচ্চ ৪০ গোলের রেকর্ড গড়েছিলেন। আর শনিবার মৌসুমে লেওয়ানডোস্কির গোলসংখ্যা দাঁড়িয়েছে ৪১-এ।

এক মৌসুমের সর্বোচ্চ গোলের রেকর্ডটি হারালেও বুন্দেসলিগা ইতিহাসের সর্বোচ্চ গোলের রেকর্ডটি গার্ড মুলারের দখলেই রয়েছে।

তবে এভাবে খেলতে থাকলে মুলারের সেই রেকর্ডটিও লেওয়ানডোস্কি নিজের করে নেবেন বলে ধারণা বিশ্লেষকদের।

বুন্দেসলিগা ইতিহাসে গার্ড মুলারের গোলসংখ্যা ৩৬৫। লেওয়ানডোস্কি  তার থেকে পিছিয়ে আছেন ৮৮ গোলে।

এখন পর্যন্ত প্রতি মৌসুমে গড়ে প্রায় ২৮টি করে গোল করেছেন ৩২ বছর বয়সী এই পোলিশ স্ট্রাইকার।

অর্থাৎ আর ৩-৪টি মৌসুম এভাবে খেললে মুলারের সেই রেকর্ডটিও নিজের করে নেবেন লেওয়ানডোস্কি।

তথ্যসূত্র: গোল ডট কম