দলীয় পঞ্চাশ না পেরুতেই ২ দুইকেট হারিয়েছে বাংলাদেশ।
ওপেনার লিটন দাসের পর তামিমকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারলেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
১৫ রান যোগ করে আউট হয়ে গেলেন তিনিও। সিরিজের প্রথম ম্যাচে নেমেই ডাক মেরেছেন ওপেনার লিটন।
মাত্র তিন বল স্থায়ী হয়েছে তার ইনিংস। পেসার দুশমন্থ চামিরার প্রথম ওভারের তৃতীয় বলে স্লিপে দাঁড়ানো ধনাঞ্জয়া ডি সিলভার হাতে ক্যাচে পরিণত হন লিটন।
শূন্য রানে লিটন ফিরে গেলে ব্যাট হাতে নামেন অলরাউন্ডার সাকিব। নেমেই চামিরাকে চার হাঁকালেন। মনে হচ্ছিল, তামিমকে নিয়ে বড় জুটি গড়বেন সাকিব।
কিন্তু সেই আশায় গুড়ে বালি। দেখেশুনেই খেলছিলেন সাকিব। ৩৪ বল মোকাবিলা করে বাউন্ডারি হাঁকান মাত্র দুটি বাউন্ডারি।
করেন ১৫ রান। হয়ত এজন্যই কিছুটা ধৈর্যহারা হয়ে পড়েন। ১২তম ওভারে গুনাথিলাকার প্রথম বলটি ছিল স্লোয়ার। ডাউন দ্যা উইকেটে এসে বোলারের ওপর দিয়ে উড়িয়ে মারেন সাকিব।
টাইমিংটা ভালো হয়নি সাকিবের। মারেও ছিল না তেমন জোর। তাই বল আর বাউন্ডারি অতিক্রম করতে পারেনি। যা সোজা গিয়ে জমা পড়ে নিশাঙ্কার হাতে।
এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৫৩ রান। ১৫তম ওভারের খেলা চলছে। ওপেনার তামিম অপরাজিত ৪৩ বলে ২৮ রানে। চারটি বাউন্ডারি হাকিয়েছেন ইতোমধ্যে। সাকিবের পর অপরপ্রান্তে নেমেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ৯ বল খেলে ৭ রানে অপরাজিত তিনি।