বাংলাদেশ দলের ত্রাতাই বলা হয় মুশফিকুর রহিমকে। শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ২ উইকেটে ৯৯ রান করা বাংলাদেশ এরপর শূন্যরানে হারায় তামিম ইকবাল ও মোহাম্মদ মিঠুনের উইকেট।
এরপর মাহমুদউল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন মুশফিকুর রহিম। পঞ্চম উইকেটে তারা গড়েন ১০৬ রানের জুটি।
ওয়ানডে ক্রিকেটে ৪০তম ফিফটি তুলে নিয়ে সেঞ্চুরির পথে হাঁটছিলেন মুশফিক। ব্যক্তিগত ৮৪ রান করে ক্যাচ তুলে দিয়ে ফেরেন। মাত্র ১৬ রানের জন্য অষ্টম সেঞ্চুরির দেখা পাননি তিনি। দলীয় ২০৮ রানে আউট হন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।
মুশফিক আউট হওয়ার পর ৭০তম বলে ফিফটি পূর্ণ করেন মাহমুদউল্লাহ রিয়াদ। ওয়ানডেতে এটা তার ২৪তম ফিফটি। এর আগে তিনটি সেঞ্চুরি করেছেন বাংলাদেশ দলের এই টি-টোয়েন্টি অধিনায়ক। তবে তিন ফরম্যাটে ৪৪টি ফিফটির পাশাপাশি ৭টি সেঞ্চুরি করেছেন এই অলরাউন্ডার।