ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
জিয়ার মৃত্যুবার্ষিকীতে দুই দিনের কর্মসূচি বিএনপির
Published : Sunday, 23 May, 2021 at 6:57 PM
জিয়ার মৃত্যুবার্ষিকীতে দুই দিনের কর্মসূচি বিএনপিরকরোনাভাইরাস মহামারীতে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী পালন করবে বিএনপি।

রোববার সকালে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই দিনের কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচির মধ্যে রয়েছে- ২৯ মে বিকাল সাড়ে তিনটায় ভার্চুয়াল আলোচনা সভা এবং ৩০ মে ভোরে কেন্দ্রীয়, মহানগর, জেলা ও উপজেলার দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, সকাল ১১টায় শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পণ।

৩০ মে মৃত্যুবার্ষিকীর দিন ঢাকা মহানগরসহ জেলা-উপজেলা-পৌরসভায় দলের প্রতিষ্ঠাতা আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও দুঃস্থদের মধ্যে স্বাস্থ্যবিধি খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হবে বলে জানান বিএনপি মহাসচিব।

বিএনপি ছাড়াও দলের সব অঙ্গসংগঠন নিজস্ব নিয়মে সমন্বয় করে কর্মসূচি পালন করবে বলে জানান তিনি।

১৯৮২ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে এক সেনা বিদ্রোহে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন।