করোনা পরিস্থিতির কারণে চলাচলে বিধিনিষেধ আরোপ করায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) সব ধরনের পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। গত ২০ মে স্বাক্ষরিত অফিস আদেশটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
অফিস আদেশে বলা হয়েছে, কোভিড-১৯ পরিস্থিতির কারণে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারি করা প্রজ্ঞাপনে আগামী ২৯ মে পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। শিক্ষাপ্রতিষ্ঠান কবে খুলবে সে বিষয়টি নিশ্চিত নয় বিধায় আগামী ৪ জুন থেকে অনুষ্ঠেয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত ২০১৯ সালের বিবিএস পরীক্ষা (প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষ) সহ অন্যান্য সকল পরীক্ষা স্থগিত করা হল। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সংক্রান্ত সরকারি সিদ্ধান্ত পাওয়ার পর যথাসম্ভব স্বল্প সময়ের মধ্যে পরীক্ষার পরবর্তী সময়সূচী জানানো হবে।
পরীক্ষা বন্ধ সংক্রান্ত বিষয়টি সকলকে জানাতে সংশ্লিষ্টদের অনুরোধ করেন বিশ্ববিদ্যালয়টির পরীক্ষা নিয়ন্ত্রক।