ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দুই বছরে দুটি এশিয়া কাপ
Published : Sunday, 23 May, 2021 at 7:43 PM
দুই বছরে দুটি এশিয়া কাপনিশ্চিত হয়ে গিয়েছিল আগেই, অপেক্ষা ছিল কেবল আনুষ্ঠানিকতার। এ বছর এশিয়া কাপ না হওয়ার সেই ঘোষণা রোববার দিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। স্থগিত করে দেওয়া এবারের আসরটি ২০২৩ সালে আয়োজন করতে চায় তারা।

দুই বছর পর পর এশিয়া সেরার প্রতিযোগিতাটি আয়োজন করে আসছে এসিসি। এবারের আসরটি হওয়ার কথা ছিল ২০২০ সালে পাকিস্তানে। কিন্তু কোভিড-১৯ এর ছোবলে গত বছরের জুলাইয়ে যা স্থগিত করে দেওয়া হয়।

সে সময়ই এসিসি জানায়, শ্রীলঙ্কার সঙ্গে পাকিস্তান বদল করেছে আয়োজনের অধিকার। তাই এই আসরটি হওয়ার কথা ছিল শ্রীলঙ্কায়, আর ২০২২ সালের আসরের আয়োজক দেশ পাকিস্তান।

নতুন সূচিতে আগামী জুলাইয়ে মাঠে গড়ানোর কথা ছিল এই টুর্নামেন্ট। কিন্তু শ্রীলঙ্কায় করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় আবারও স্থগিত করে দেওয়া হয়েছে এটি।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, ভারতের ইংল্যান্ড সফর, এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপ; সব মিলিয়ে এ বছর আর আসরটি আয়োজনের সুযোগ নেই বলে বিবৃতিতে জানায় এসিসি।

তাই ২০২৩ সালে এশিয়া কাপের একটি আসর আয়োজন করার পথে হাঁটছে তারা। এর আগে ২০২২ সালে হবে আরেকটি। টুর্নামেন্টের সময়সূচি সঠিক সময়ে জানানো হবে।