ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক নিয়োগ পেছানোর আশঙ্কা
Published : Monday, 24 May, 2021 at 12:00 AM
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে তৃতীয় ধাপে শিক্ষক নিয়োগ কার্যক্রম মামলাজনিত কারণে স্থগিত রয়েছে। আদালতের নির্দেশনার ওপরে নির্ভর করছে এ নিয়োগের ভবিষ্যৎ। তার ওপর বর্তমান চেয়ারম্যান পরিবর্তন হওয়ায় এটি আরও পিছিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছেন নিয়োগপ্রত্যাশীরা।
জানা গেছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ সনদধারীদের নিয়োগে সুপারিশের রায় বাস্তবায়ন না করায় এনটিআরসিএ চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলে করা আবেদনের ওপর শুনানি ও আদেশের জন্য আবারও পিছিয়ে দিন ধার্য করেছেন হাইকোর্ট। আগামী ৩১ মে পরবর্তী শুনানির দিন ঠিক করেন আদালত।
তবে এই সময়ের মধ্যে শিক্ষক নিয়োগ কার্যক্রম বন্ধ থাকবে। রিটকারীদের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া আদেশের বিষয়টি নিশ্চিত করেন।
রোববার (২৩ মে) হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চে এ আদেশ দেন।
এর আগে গত বৃহস্পতিবার (২০ মে) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক ১ থেকে ১২তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রায় দেড় হাজার চাকরিপ্রার্থীকে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশের জন্য বেঁধে দেয়া সাত কার্যদিবসের বিষয়ে ব্যাখ্যা দিয়ে সুপারিশের অগ্রগতি হলফনামা আকারে জমা দেয়ার বিষয়ে শুনানির দিন নির্ধারিত ছিল।
এ প্রসঙ্গে ১৪তম ব্যাচের নিবন্ধনধারী নিয়োগপ্রত্যাশী শান্ত আলী বলেন, ‘আমরা অনেক কষ্ট করে টাকা-পয়সা জোগাড় করে তৃতীয় গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছি। কিন্ত দফায় দফায় এই কার্যক্রম পিছিয়ে যাচ্ছে। আবেদন শেষ হয়ে গেছে কিন্তু এখনো ফলাফল প্রকাশ করা হচ্ছে না। এটা নিয়ে আবেদনকারীরা ফুঁসে উঠেছে।’
তিনি বলেন, ‘আমরা অনেক কষ্ট করে পড়াশোনা করেছি। আবেদন করে দিনের পর দিন অপেক্ষা করছি। এখন একজন রিট করলেই যদি নিয়োগ আটকে দেয়া হয় তাহলে ভালো ফলাফল করে লাভ কী?’
তিনি জানান, সব প্রার্থীরাই এসব কারণে নিয়োগ পিছিয়ে যাওয়ার আশঙ্কা করছেন। দ্রুত সব জটিলতার অবসান ঘটিয়ে নিয়োগ প্রক্রিয়া শেষ করার দাবি জানিয়েছেন তারা।
জানতে চাইলে এনটিআরসিএ’র চেয়ারম্যান বলেন, ‘মহামান্য হাইকোর্টের আদেশে গণবিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত আছে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি, আদালতের নির্দেশনা থাকায় নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যাওয়া সম্ভব হয়নি।’
তিনি বলেন, ‘ইতোমধ্যে আমার বদলি আদেশ জারি হয়েছে। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের ছাড়পত্র নিয়ে চলে যেতে হচ্ছে।’ নতুন চেয়ারম্যান এসে নিয়োগ কার্যক্রম চূড়ান্ত করবেন বলে জানান তিনি।
এদিকে এনটিআরসিএ’র নতুন চেয়ারম্যান হিসেবে এনামুল কাদের খান নামে একজন অতিরিক্ত সচিবকে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সোমবার (২৪ মে) তার যোগদান করার কথা রয়েছে। তবে নতুন চেয়ারম্যানের এ প্রতিষ্ঠানের কাজ বুঝে উঠতে কয়েকমাস লেগে যাবে। এ কারণে নিয়োগ কার্যক্রম পেছানোর আশঙ্কা করছেন নিয়োগ প্রত্যাশীরা। দ্রুত শিক্ষক নিয়োগ কার্যক্রম শেষ করার দাবিও জানিয়েছেন আবেদনকারীরা।
জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, ‘আদালতের নিষেধাজ্ঞা উঠে গেলে শিক্ষক নিয়োগ কার্যক্রম আবারও শুরু করা হবে। নতুন চেয়ারম্যানের যোগদানের জন্য সময় ক্ষেপণ হবে না। সবকিছু রেডি করা রয়েছে। আমরা আদালতের নির্দেশনার জন্য অপেক্ষা করছি।’
এরপর গত ৬ মে গণবিজ্ঞপ্তি স্থগিত করেন হাইকোর্ট। একইসঙ্গে প্রথম থেকে ১২তম নিবন্ধন পরীক্ষার সনদধারীদের মধ্যে যারা বঞ্চিত মনে করে আদালতে গিয়েছিলেন, তাদের এক সপ্তাহের মধ্যে নিয়োগের সুযোগ দেয়ার সুপারিশ করার নির্দেশ দেন হাইকোর্ট।