Published : Monday, 24 May, 2021 at 12:00 AM, Update: 24.05.2021 1:02:14 AM
প্রদীপ মজুমদার :
কুমিল্লার লালমাইয়ে প্রধানমন্ত্রী ভার্চ্যুয়ালি দুইটি বহুমুখী ঘুর্ণিঝড় আশ্রয়কেন্দ্র উদ্বোধন করেন। গতকাল রোববার (২৩ মে) বেলা ১১টায় উপজেলার রহমত আলী মিয়াজি উচ্চ বিদ্যালয় বহুমুখী ঘুর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ও যুক্তিখলা নিম্ন- মাধ্যমিক বিদ্যালয় বহুমুখী ঘুর্ণিঝড় আশ্রয়কেন্দ্রটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
‘মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ১১০টি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রযকেন্দ্র, ৩০টি বন্যা আশ্রয় কেন্দ্র, ৩০টি জেলা ত্রাণ ও গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্যকেন্দ্র ও ৫টি মুজিব কিল্লা উদ্বোধন এবং ৫০টি মুজিব কিল্লার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে।
দুর্যোগে জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি কমিয়ে দুর্যোগ সহনীযয় টেকসই নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় পরিকল্পিতভাবে কাঠামোগত ও অকাঠামাগত কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছেন।
দুই ঘুর্ণিঝড় কেন্দ্র উদ্বোধন উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে লালমাই উপজেলা নির্বাহী অফিসার অজিত দেব এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক, অর্থমন্ত্রীর একান্ত সহকারী সচিব কে এম সিংহ রতন, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া আক্তার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ আনোয়ার উল্লাহ, বেলঘর দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মান্নান মনু, প্যানেল চেয়ারম্যান শাহ আলম,ছাত্রলীগ নেতা শিমুল বড়ুয়া, মিনহাজ মিয়াজী প্রমুখ।