বুড়িচংয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
Published : Monday, 24 May, 2021 at 12:00 AM
নিজস্ব
প্রতিবেদক।। রোববার বিকালে কুমিল্লার বুড়িচং থানা পুলিশ গোপন সংবাদের
ভিত্তিতে উপজেলার লড়িবাগ এলাকায় বারেশ্বর চৌমহনী -পাচওরা সড়কে একটি
যাত্রীবাহী সিএনজি থামিয়ে তালাশি চালায়। এসময় এক মাদক ব্যবসায়ী পুলিশের
উপস্থিতি টের পেয়ে সিএনজি থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করে পুলিশ ধাওয়া
করে আটকে ফেলে।
বুড়িচং থানার ওসি মোঃ মোজাম্মেল হক পিপিএম জানান রোববার
বিকাল ৩টায় বুড়িচং এস আই বাদল মিয়া, এ এস আই আব্দুল্লাহ, এ এস আই মেজবাহ
আহমেদ সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে লড়িবাগ এলাকায় অবস্থান নেয়।
এসময় উপজেলার রাজাপুর ইউনিয়ন এর বারেশ্বর চৌমুহনী -পাঁচওরা সড়কের লড়িবাগ
এলাকায় বারেশ্বর চৌমুহনী গামী একটি যাত্রীবাহী সিএনজি থামিয়ে পুলিশ তল্লাশি
চালায়। এসময় সিএনজি থেকে এক জন মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে
দৌড়ে পালানোর চেষ্টা করে পুলিশ পিছন থেকে ধাওয়া করে আটকে ফেলে। আটক মাদক
ব্যবসায়ীর নিকট থেকে ৪০ পিছ ইয়াবা পুলিশ উদ্ধার করে। পুলিশ জানায় আটক মাদক
ব্যবসায়ী বুড়িচং উপজেলার একজন শীর্ষ ব্যবসায়ী। সে রোববার বিকালে ভারতীয়
সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা নিয়ে এলাকায় ফিরছিলো। সে জেলার বুড়িচং
উপজেলার পীর যাত্রাপুর ইউনিয়ন এর সাদকপুর বাজারের পাশের বাড়ির আব্দুল
মান্নান এর ছেলে ওমর ফারুক রানা (২৬)। তার বিরদ্ধে বুড়িচং থানা পুলিশ বাদি
হয়ে মাদক আইনে রোববার সন্ধ্যায় একটি মামলা দায়ের করে।