ইসমাইল নয়ন ॥
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) বেলা ১১টায় উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. আবু জাহেরের সভাপতিত্বে ও উজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া সিদ্দিকার সঞ্চালনায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানগণ উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তোলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. তাহমিনা হক পপি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবু হাসনাত মো. মহিউদ্দিন মবিন, কৃষি কর্মকর্তা মো. মাহবুবুল হাসান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার শুভ সূত্রধর, মৎস্য কর্মকর্তা জয় বনিক, উপজেলা প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এনামুল হক, পল্লী বিদ্যুতের ডিজিএম মো. ইউনুছ, মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফারুক আহাম্মেদ, শিক্ষা অফিসার সেলিম মুন্সি, যুব উন্নয়ন কর্মকর্তা মো. সাহেদুল আলম, ব্রাহ্মণপাড়া সদর ইউপি চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন, সাহেবাবাদ ইউপি চেয়ারম্যান মোস্তফা ছারোয়ার খান, মাধবপুর ইউপি চেয়ারম্যান সুলতান আহাম্মেদ, দুলালপুর ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান রিপন ভূইয়া, শিদলাই ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন মোহাম্মদ, চান্দলা ইউপি চেয়ারম্যান মোস্তবা আলী শাহীন, মালাপাড়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ ভূইয়া, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ফারুক আহাম্মেদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা কাজী সফিকুল ইসলাম, আমার বাড়ি আমার খামার প্রকল্পের উপজেলা সমন্বয়ক মো. হালিম প্রমুখ।