ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ইয়াবা ব্যবসা করেন মাদ্রাসার সুপার!
কুমিল্লার দেবীদ্বার থানায় অপহরণ ও ধর্ষণ মামলার আসামি ইয়াসিন
Published : Thursday, 27 May, 2021 at 12:00 AM, Update: 27.05.2021 1:43:07 AM
ইয়াবা ব্যবসা করেন মাদ্রাসার সুপার! নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে এক মাদ্রাসাসুপারকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা থেকে মো. ইয়াছিন (৩৮) নামে এ মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করা হয়। ইয়াছিন আগ্রাবাদ বেপারী পাড়ার ‘তালিমুল করিম আদর্শ মাদ্রাসার’ অধ্যক্ষ। তার বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলায়। মো. ইয়াছিনের বিরুদ্ধে কুমিল্লা জেলার দেবিদ্বার থানায়ও অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ১৯ বছর বয়সী এক সিএনজি অটোরিকশা-চালকের মেয়েকে প্ররোচিত করে বিয়ের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, ইয়াছিনের বাড়ি কুমিল্লার চান্দিনায়। দীর্ঘদিন ধরে চট্টগ্রামে বসবাস করে মাদ্রাসায় শিক্ষকতা করছিলেন। মাদ্রাসা শিক্ষকতার লেবাসে তিনি ইয়াবা সেবন ও বিক্রি করতেন। এক তরুণীকে উদ্ধারে অভিযান চালাতে গিয়ে ইয়াছিনকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি। “ইয়াছিন ছয়টি বিয়ে করেছে। কয়েকদিন আগে কুমিল্লার দেবীদ্বারের এক তরুণীর সাথে তার টেলিফোনে যোগাযোগ হয়। এরপর তাকে বিয়ে করে চট্টগ্রামে নিয়ে আসে।”
এ ঘটনায় ওই তরুণীর বাবা দেবীদ্বার থানায় ইয়াছিনের বিরুদ্ধে মামলা করেন।
ওসি বলেন, “দেবীদ্বার থানায় মামলায় সেখানকার পুলিশের অনুরোধে ডবলমুরিং থানা পুলিশের একটি দল সিডিএ আবাসিক এলাকায় ইয়াছিনের বাড়িতে অভিযানে যায়। এসময় তার বাসা থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।”
ওসি মহসিন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াছিন স্বীকার করেছেন যে ২০১১ সালেও তিনি একবার মাদক মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। “শারীরিক সক্ষমতা ঠিক রাখতে তিনি ইয়াবা সেবন করেন। আর অতিরিক্ত লাভের আশায় বিক্রি করেন।”
ইয়াছিনের বাসা থেকে ওই তরুণীকে উদ্ধার করা হয়েছে। ইয়াছিনের বিরুদ্ধে ডবলমুরিং থানায় মাদক আইনে আরেকটি একটি মামলা করা হয়েছে বলে জানান ওসি।