Published : Sunday, 30 May, 2021 at 12:00 AM, Update: 30.05.2021 12:49:56 AM
মাসুদ
আলম।। কুমিল্লায় করোনাভাইরাস শনাক্তের সঙ্গে মৃত্যুও কমেছে। গত দুইদিনে
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কুমিল্লা জেলায় কেউ মারা যায়নি। শনিবার গত ২৪
ঘন্টায় কুমিল্লায় ১৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এই দিন আক্রান্ত হয়ে
কেউ মারা যায়নি। শনাক্তে হার কমে ৬ শতাংশে নেমে এসেছে। এর আগের দিন
শুক্রবার ২৪ ঘন্টায় শূন্য মৃত্যুর সঙ্গে করোনা শনাক্ত হয়েছে মাত্র তিন
জনের। এই দিন শনাক্তর হার ছিলো ৬.১ শতাংশ।
কুমিল্লা সিভিল সার্জন অফিস
সূত্রে জানা যায়, শনিবার প্রাপ্ত ২৪৮ রিপোর্টের মধ্যে ১৫ জনের শরীরে করোনা
শনাক্ত হয়েছে। বাকী ২৩৩ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। এই দিন কুমিল্লায়
করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।
আরও জানা যায়, কুমিল্লায় এই
পর্যন্ত করোনায় ১২ হাজার ৭৫৪ আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সুস্থ
হয়েছেন ১০ হাজার ৪৫৩ জন। আর মারা গেছেন ৪৩২ জন। শনিবার গত ২৪ ঘন্টায় করোনায়
সুস্থ হয়েছেন ৩৫ জন।