পৃথিবীটা যে সত্যি সত্যি গোল, সেটি শনিবার (২৯ মে) দিনগত রাত ২টা নাগাদ আবারও প্রমাণ করলেন পরীমনি ও তার ‘মুখোশ’ টিম। কারণ, ৪ মাস আগে যেখান থেকে তারা শুটিং শুরু করেছিলেন, ঠিক সেখানে গিয়েই শেষ করলেন।
মাঝে সিলেট, টাঙ্গাইল, এফডিসি, বইমেলা, পদ্মার চর-সহ অনেক লোকেশনে ঘুরেছে নির্মাতা ইফতেখার শুভর ইউনিট। চলতি বছরের ১৭ জানুয়ারি সাভার থেকে শুরু হয় ছবিটির শুটিং। মহামারির কারণে শুটিংয়ে গতিতে ভালোই বাধা পড়ে। তবে পরীমনি-রোশানসহ পুরো ইউনিটের সর্বোচ্চ আন্তরিকতার দৌলতে ৪ মাসের মাথায় ২৯ মে দিবাগত রাতে পুরো কাজ শেষ হওয়ার ঘোষণা দেন ইফতেখার শুভ।
নির্মাতা বলেন, ‘শেষ করলাম শেষ লটের শেষ দিনের শুটিং। করোনাকালিন সময়ে এই কাজটি শেষ করা খুবই কঠিন ছিলো। কিন্তু শিল্পী-কলাকুশলীদের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিক সহোযোগিতার কারণে আমার প্রথম সিনেমার কাজ সুন্দরভাবে শেষ করতে পেরেছি। মজার বিষয়, আমাদের শুটিং শুরু হয়েছিলো সাভার থেকে, সেখানেই শেষ হলো কাজটি।’
সাভারে শেষ লটের শুটিং শুরু হয়েছির ২৪ মে থেকে। দুটি গানের দৃশ্য দেশে বা বিদেশে জুন মাসে বাড়তি আয়োজন করার পরিকল্পনা থাকলেও সেটি আর সম্ভব হয়নি। নির্মাতা-প্রযোজকের ভয়, দেশে সংক্রমিত হওয়া ভারতীয় ভ্যারিয়েন্ট। তাই সাভারেই গান দুটি দৃশ্যায়নের উদ্যোগ নিয়েছেন শুভ।
‘মুখোশ’-এ আরও অভিনয় করেছেন মোশাররফ করিম, ইরেশ যাকের, প্রাণ রায়, অলংকার, ইলিনা শাম্মি, তারেক স্বপন প্রমুখ।
ছবিটি মুক্তির পরিকল্পনা আসছে কোরবানির ঈদ।
২০১৯-২০ অর্থবছরের সরকারি অনুদানের ছবি ‘মুখোশ’ পরিচালনার পাশাপাশি এটি প্রযোজনাও করছেন ইফতেখার শুভ।