দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগ শিরোপা ঘরে তুলেছে চেলসি। আর এই শিরোপা জয়ের পেছনে এমনই এক ব্যক্তি জড়িত, যার ফর্ম নিয়ে দলটায় সমালোচনার অন্ত ছিল না। সেই কাই হাভের্তজ এখন চেলসির জয়ের মূল নায়ক। ম্যাচ জয়ের পর বলেছেন, এমন মুহূর্তের জন্য তিনি অপেক্ষায় ছিলেন ১৫টি বছর!
গত গ্রীষ্মে বায়ার লেভারকুসেন থেকে ক্লাব-রেকর্ড ৭২ মিলিয়ন পাউন্ডে দলে ভেড়ানো হয়েছিল জার্মান এই মিডফিল্ডারকে। কিন্তু শক্তি বাড়িয়েও আশানুরূপ ফল মিলছিল না ব্লুদের। জানুয়ারিতে তার ফর্মহীনতার কারণেই ছাঁটাই হয়েছিলেন ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। এই সময়ে প্রিমিয়ার লিগে তার অর্জন ছিল মাত্র এক গোল!
এমনকি স্বদেশি কোচ টুখেল যখন দায়িত্বটা কাঁধে নিলেন তখনও প্রত্যাশিত ফর্ম ধরা দেয়নি। অফ ফর্ম অব্যাহত ছিল এপ্রিল পর্যন্ত। এখন টুখেলের অধীনেই খোলস ছেড়ে বেরিয়ে আসতে শুরু করেছেন হাভের্তজ। যার স্কিলটা দেখা গেলো গতকালের ফাইনালে।
ম্যাসন মাউন্টের অসাধারণ থ্রু বল থেকেই এগিয়ে আসা ম্যানসিটি গোলকিপারকে বোকা বানিয়েছিলেন। এর পর ঠাণ্ডা মাথায় জালে জড়িয়েছেন বল। তাই বলা চলে কেন তিনি রেকর্ড চুক্তিতে এখানে, এর প্রদর্শনীটা দেখা গেলো অবশেষে।
আর প্রতিক্রিয়া থেকেও বুঝা গেলো এমন মুহূর্তের জন্য তিনি কতদিন ধরে অপেক্ষায়, ‘আমি আসলে বুঝতে পারছি না কী বলবো, কী বলা প্রয়োজন। তবে এই মুহূর্তের জন্য ১৫ বছর অপেক্ষায় ছিলাম। অবশেষে সেই মুহূর্তটি পেয়েছি।’