ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মুসলিমরা অস্ট্রিয়া সরকারের বিরুদ্ধে মামলা করবে
Published : Sunday, 30 May, 2021 at 2:26 PM
মুসলিমরা অস্ট্রিয়া সরকারের বিরুদ্ধে মামলা করবেসম্প্রতি অস্ট্রিয়া সরকার দেশটির মুসলিম সম্প্রদায় যেসব স্থানে বসবাস করছেন এবং যেসব স্থানে মসজিদ ও ধর্মীয় স্থাপনা আছে- তা চিহ্নিত করে একটি মানচিত্র প্রকাশ করেছেন। এটাকে বর্ণবাদী ও ধর্মবিদ্বেষী পদক্ষেপ হিসেবে চিহ্নিত করেছেন দেশটির মুসলিম সম্প্রদায়।

এ ঘটনায় দেশটির সরকারের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছে দ্য মুসলিম ইয়ুথ অব অস্ট্রিয়া নামে একটি সংগঠন। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা’র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
অস্ট্রিয়ার মুসলিম নেতাদের দাবি, এমনিতেই দেশটিতে চরম বর্ণবৈষম্যের শিকার হচ্ছেন মুসলমানরা। শ্বেতাঙ্গ বর্ণবাদী ও কট্টর ডানপন্থী উগ্রবাদীরা প্রায়ই নিরপরাধ মুসলমানদের ওপর প্রাণঘাতী হামলা চালাচ্ছেন। এ অবস্থায় মুসলিমদের ঘরবাড়ি ও মসজিদের ঠিকানাসহ সরকারিভাবে মানচিত্র প্রকাশ করে মুসলিম সম্প্রদায়কে আরও ঝুঁকিতে ফেলে দেওয়া হচ্ছে।

এর আগে দেশটির ইন্টেগ্রেশন মন্ত্রী সুসান রাব অস্ট্রিয়ায় অবস্থিত ৬২০টি মসজিদের ঠিকানাসহ 'ন্যাশনাল ম্যাপ অব ইসলাম' নামে একটি ওয়েবসাইট চালু করেন। এই মসজিদগুলোতে কোন কোন দেশ সাহায্য পাঠায় তাও এতে উল্লেখ করা হয়।