পুরান ঢাকার বংশালে এক রিকশাচালককে চড়-থাপ্পড় মেরে নির্যাতনের অভিযোগে আটক করা সেই নির্যাতনকারী সুলতান আহমেদের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।
রবিবার (৩০ মে) বংশাল থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের ভার্চুয়াল আদালতে আসামি পক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত পাঁচ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।
এর আগে গত বুধবার (১৯ মে) ভুক্তভোগী রিকশাচালক আবদুল হামিদ বাদী হয়ে সুলতানের বিরুদ্ধে বংশাল থানায় একটি মামলা দায়ের করেন।
প্রসঙ্গত, গত ৪ মে দুপুরের পর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। সেখান দেখা যাচ্ছে, এক লোক রিকশাচালককে চড়-থাপ্পড় মারছেন। এক পর্যায় দেখা যায় রিকশাচালক মাটিতে লুটিয়ে পড়েন। আশপাশের মানুষ এসে নির্যাতনকারী লোককে থামানোর চেষ্টা করেন। পরবর্তীকে ভাইরাল ভিডিও দেখে ওই লোককে আটক করে পুলিশ।