ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
যেখানে রোগী সেখানেই চিকিৎসাসেবা গরীবের ডাক্তার মহিউদ্দিন মুবিনের
Published : Monday, 31 May, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগত রোগীদের সেবা দানের পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে ও রাস্তাঘাটে রোগীদের চিকিসাসেবা দিয়ে আসছেন গরীবের ডাক্তার খ্যাত কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসনাত মোঃ মহিউদ্দিন মুবিন।
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ এ কথার বাস্তবিক রূপ খুঁজে পাওয়া যায় ডা. আবু হাসনাত মোঃ মহিউদ্দিন মুবিনের জীবন আদর্শে। তিনি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। সার্বক্ষণিক হাসপাতালে ভর্তি ও বহিঃর্বিভাগে ও জরুরি বিভাগে চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকেন। সময় মতো হাসপাতালে থাকা অসুস্থ মানুষগুলোর পাশে চিকিৎসা সেবায় নিয়োজিত রাখা এটা তার প্রতিদিনের অংশ। মন দিয়ে রোগীর সব কথাই শুনেন তিনি। সমস্যার কথা শুনে সঠিক চিকিৎসা সেবা দিয়ে মানুষের মন জয় করেছেন তিনি। অবসর সময়ে তার কাছে চিকিৎসা সেবা নিতে আসা সাধারণ মানুষগুলোর কাছে ভিজিট নেন না তিনি। কাউকে বাধ্য করেন না ভিজিট দিতে। গরীব অসহায়দের সুখ দুঃখের ভাগিদার হয়ে যান। এমনও দেখা গেছে তিনি হাসপাতালের প্রধান হওয়ার সুবাদে জরুরি প্রয়োজনে কোথাও যাচ্ছেন এমন সময় রাস্তায় কোনো রোগী এসে দাঁড়ালে তিনি ঐ অবস্থায়ও রোগীকে চিকিৎসাসেবা দিতেও বিরক্তবোধ করেন না বলে জানান এলাকাবাসী।
ব্রাহ্মণপাড়া উপজেলার দরীদ্র জনগোষ্ঠীর মাঝে এই  চিকিৎসক গরীবের ডাক্তার নামে খ্যাত।  হাত বাড়ালেই পাওয়া যায় তাকে এমন মন্তব্য করেন উপজেলার দুলালপুর ইউনিয়নের নাল্লা গ্রামের মঈনুদ্দিন।এমনকি রিকশা ওয়ালা, অটো চালক, ভ্যান চালক, দিনমজুর,  মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধিদের কোন প্রকার চিকিৎসা ফি ছাড়াই তাদের চিকিৎসা দিয়ে থাকেন বলেও জানা যায়।  এছাড়াও হতদরিদ্র ও অসহায় রোগীদের বিভিন্ন কোম্পানির প্রতিনিধিদের মাধ্যমে সম্পূর্ণ ফ্রী ঔষধের ব্যবস্থা করে দেন তিনি।
কথা হয় উপজেলার চান্দলা ইউনিয়নের চান্দলা গ্রামের আবুল বাশারের সাথে, তিনি বলেন, আমি অসুস্থ হলে আমাকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তিনি আমাকে চিকিৎসাসেবা প্রদান করেন। এসময় উনার অমায়িক আচরণে আমার মনে হয়েছিল আমি অর্ধেক সুস্থ হয়ে গেছি। উপজেলার মাধবপুর ইউনিয়নের ষাইটশালা গ্রামের আবদু মিয়া তার বোনের চিকিৎসায় গিয়েছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।  আর্থিক অস্বচ্ছলতার কারণে তিনি তার ফি নেননি,  বরং উল্টো আমার বোনের ওষুধপত্র তিনি ব্যবস্থা করে দিয়েছেন।
এলাকার অনেক অসহায় মানুষের সাথে কথা বলে জানা যায়, ডা. মুবিন একজন ভাল মানুষ। সর্বদা হাস্যোজ্জ্বল।  সে গরীব অসহায় মানুষের কথা ভাবে। মানুষের দুঃখ সুখের কথা ভাবে। শোনা যায়,  তিনি করোনা মহামারির শুরু থেকে নিজের জীবনের তোয়াক্কা না করে অসহায় মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ত চিকিৎসাসেবা চালিয়ে যাচ্ছেন।
গরীবের ডাক্তার খ্যাত ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসনাত মোঃ মহিউদ্দিন মুবিনের সাথে কথা হয়। তিনি বলেন,  "অসুস্থতা থেকে সুস্থ হলেই বোঝা যায় সুস্থতা সৃষ্টিকর্তার কতো বড় নেয়ামত। কোনো রোগীকে চিকিৎসাসেবা দিয়ে সুস্থ করে তুলতে পারলে তখন আমি মনে আনন্দ পাই, ডাক্তারি পড়ার সার্থকতা খুঁজে পাই। অসুখবিসুখ ধনী-গরিব দেখে আসে না,  তাই বলে গরীব অসহায় মানুষ চিকিৎসা পাবে না এটা আমি ভাবতেই পারি না।  আমার পক্ষে যতটুকু সম্ভব আমি অসহায় মানুষের জন্য করার চেষ্টা করি। "