চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয়
Published : Monday, 31 May, 2021 at 12:00 AM
মজিবুর রহমান বাবলু, চৌদ্দগ্রাম ।।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়ন ব্লাড ডোনার্স ক্লাব একটি মানবিক সামাজিক সংগঠন। ইতোপূর্বে সংগঠনটি কয়েকবার দরিদ্র, অসহায় রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয়ের আয়োজন করেছিল। বর্তমানে ইউনিয়নের প্রতিটি হাইস্কুল ও দাখিল মাদরাসায় রক্তের গ্রুপ নির্ণয়ের কর্মসুচি হাতে নিয়েছে। এরই ধারাবাহিকতায় রোববার আলকরা ইউনিয়নের বাকগ্রাম কাজী আহম্মদ আলী উচ্চ বিদ্যালয় ও বাকগ্রাম ইসলামিয়া দাখিল মাদরাসার ছাত্র-ছাত্রীদের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। এতে দুটি প্রতিষ্ঠানের প্রায় ৫০০ ছাত্র-ছাত্রীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয় বলে জানান ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু সালেহ নাঈম। কর্মসূচিতে স্পন্সর হন ৯নং ওয়ার্ডের হাজী শামছুল হক ভূঁইয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাউদ আফ্রিকার বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল হক ভুঁইয়া নিপন। তিনি বলেন, সামাজিক দরিদ্র ও অসহায় মানুষের পাশে সব সময় নিয়োজিত থাকবো। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলকরা ইউনিয়ন ব্লাড ডোনার্স ক্লাবের সদস্য রাজিব ভূঁইয়া, তুষার, সাকিব, রাকিব, আতিক, মুন্না, নাঈম, একরাম, মানিক, জোবায়ের, ছাব্বির, সাহিদ, যুবলীগ নেতা সোহেলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।