সিঙ্গাপুরে ভারতীয় ধরন শনাক্ত হওয়ার পর থেকে ১২ থেকে ১৮ বছর বয়সী শিশু-কিশোরদের আজ মঙ্গলবার থেকে টিকা দেওয়া শুরু হয়েছে।
এছাড়াও দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে ১২ থেকে ১৬ বছর বয়সি শিশু-কিশোরদের ফাইজার বায়োন্টেকের টিকা প্রয়োগে অনুমোদন পেয়েছে।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।