ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ফ্রেঞ্চ ওপেনে ঐতিহাসিক ম্যাচ জিতলেন সেরেনা
Published : Tuesday, 1 June, 2021 at 2:22 PM
ফ্রেঞ্চ ওপেনে ঐতিহাসিক ম্যাচ জিতলেন সেরেনাএবারই প্রথম রাতে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল ফ্রেঞ্চ ওপেন। রাত্রিকালীন এই ম্যাচ জিতে ইতিহাসের সঙ্গী হয়ে থাকলেন সেরেনা উইলিয়ামস।

আলোর নিচে প্রথম রাত্রিকালীন ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে ক্লোজড ডোরে। দর্শকহীন ম্যাচটায় সেরেনা প্রথম রাউন্ডে জিতলেও তার ঘাম বের করে ছেড়েছেন রোমানিয়াস ইরিনি ক্যামেলিয়া বেগু। বিশেষ করে টাই ব্রেকে গড়ানো প্রথম সেট জিততেই বেগ পেতে হয়েছে। পরে দুই সেট জিতেছেন ৭-৬ (৮/৬), ৬-২ গেমে।

কিছুদিন আগে পার্মা ও রোমায় হার দেখা সেরেনা ফ্রেঞ্চ ওপেনে কাঙ্ক্ষিত লক্ষ্যে ঠিকই এগিয়ে গেলেন। রেকর্ড ২৪টি গ্র্যান্ড স্লাম জেতার রেকর্ডে ভাগ বসাতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন সেই ২০১৭ সালের পর থেকে। এর পর চারটি গ্র্যান্ড স্লামের ফাইনালে পৌঁছালেও কাঙ্ক্ষিত সাফল্য পাননি। দ্বিতীয় রাউন্ডে তার প্রতিপক্ষ বেগুর আরেক স্বদেশি মিহায়েলা বুজার্নেস্কু।