চীনে পূর্বাঞ্চলীয় প্রদেশ জিয়াংসুতে প্রথম ৪১ বছর বয়সী এক ব্যক্তির বার্ড ফ্লুর এইচ১০এন৩ স্ট্রেইনে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছে ন্যাশনাল হেলথ কমিশন (এনএইচসি)।
মঙ্গলবার এক বিবৃতিতে এনএইচসি জানায়, ঝেনজিয়াং শহরের অধিবাসী ওই ব্যক্তি জ্বর ও অন্যান্য লক্ষণ নিয়ে গত ২৮ এপ্রিল হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
২৮ মে তার দেহে এইচ১০এন৩ ফ্লু ভাইরাস ধরা পড়ে। তবে তিনি কিভাবে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন সে বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি বিবৃতিতে।
আক্রান্ত ব্যক্তির অবস্থা স্থিতিশীল রয়েছে এবং তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলেও জানানো হয়েছে। তার সংস্পর্শে যারা এসেছেন তাদের পর্যবেক্ষণে রেখে কারও মধ্যেই এ ভাইরাসের লক্ষণ পাননি চিকিৎসকরা।
এনএইচসি জানিয়েছে, এইচ১০এন৩ তুলনামূলকভাবে কম মারাত্মক। সাধারণত পোলট্রিতে এই ভাইরাস দেখা দেয়। এটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কাও কম।
ফ্লু এর নানারকম স্ট্রেইন চীনে রয়েছে এবং মাঝেমধ্যে মানুষ তাতে সংক্রমিত হয়, বিশেষত যারা পোল্ট্রিতে কাজ করে তাদের বার্ড ফ্লু সংক্রমণ হয়।
তবে ২০১৬-১৭ সালে এইচ৭এন৯ বার্ড ফ্লুতে প্রায় ৩শ’ মানুষ মারা যাওয়ার পর থেকে দেশটিতে বার্ড ফ্লুয়ে আর তেমনভাবে মানুষ আক্রান্ত হতে দেখা যায়নি।
আর বিশ্বজুড়ে এইচ১০এন৩ বার্ড ফ্লু স্ট্রেইনেও এর আগে কোনও মানুষ সংক্রমিত হওয়ার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে চীনের ন্যাশনাল হেলথ কমিশন (এনএইচসি)।