ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ফটোকপি দোকানে মিললো শতাধিক পাসপোর্ট, র‌্যাবের অভিযানে ৭ দালাল আটক
Published : Tuesday, 1 June, 2021 at 6:43 PM, Update: 01.06.2021 8:54:59 PM
ফটোকপি দোকানে মিললো শতাধিক পাসপোর্ট, র‌্যাবের অভিযানে ৭ দালাল আটকমাসুদ আলম।।
কুমিল্লায় ডিজিটাল সেন্টার ও ফটোকপি দোকানে অভিযান চালিয়ে ১০৩টি পাসপোর্ট, পাসপোর্ট সংক্রান্ত নথিপত্র এবং নগর অর্থ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১ জুন) দুপুরে কুমিল্লার আদর্শ সদর উপজেলার নোয়াপাড়া ও শাসনগাছা এলাকায় অভিযান চালিয়ে পাসপোর্ট দালাল চক্রের সাতজন সদস্যকে আটক করে র‌্যাব। এসময় তাদের হেফাজতে থাকা ১০৩টি পাসপোর্ট, পাসপোর্ট সংক্রান্ত নথিপত্র, ব্যক্তিগত ডেলিভারী স্লীপ, নকল সীলমোহর এবং নগর অর্থ তিন লক্ষ ৭৭ হাজার ৮০০শত টাকা উদ্ধার করে।
আটক ব্যক্তিরা হলেন, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ তেতাভূমি গ্রামের মোঃ কানু মিয়ার ছেলে মোঃ জসিম উদ্দিন (২৫), সদর উপজেলার নোয়াপাড়া গ্রামের জিন্নাহর ছেলে নিয়াজ মোর্শেদ পল্লভ (২৩), নগরীর মনোহরপুর (রাজেশ্বরী কালিবাড়ি) এলাকার সতীশ চন্দ্রের ছেলে রতন চন্দ্র (৩৮), সদর উপজেলার শাসনগাছা (ওয়াপদা রোড) গ্রামের আবুল কাশেমের ছেলে মোঃ গোলাম সারোয়ার (৩৬), জেলার তিতাস উপজেলার বাতাকান্দি গ্রামের মৃত আব্দুস সামাদের এর ছেলে শাহাবুদ্দিন (৫০), দেবিদ্বার উপজেলার বইশেরকোট গ্রামের মোঃ নুরুল ইসলামের ছেলে মোঃ মনিরুল ইসলাম (৩০) ও সদর উপজেলার অলিপুর উত্তর পাড়া গ্রামের মৃত কাজী আব্দুল খালেকের ছেলে কাজী আবু আল ফেরদৌস (৫৫)। ফটোকপি দোকানে মিললো শতাধিক পাসপোর্ট, র‌্যাবের অভিযানে ৭ দালাল আটক
কুমিল্লা র‌্যাব-১১,সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব মঙ্গলবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আটক ব্যক্তিরা সকলেই পাসপোর্ট দালাল চক্রের সদস্য বলে স্বীকার করে। তারা দীর্ঘদিন যাবৎ পাসপোর্ট তৈরি করে দেওয়ার নাম করে ভূক্তভোগী লোকজনের নিকট থেকে সরকার নির্ধারিত রেটের অধিক বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়ে আসছিল বলে স্বীকার করে। তাদের কাছে টাকা জমা দিলে তারা নকল সীলমোহর ব্যবহার করে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে সকল কার্যক্রম সম্পন্ন করে পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট সংগ্রহ করে সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে কুমিল্লার  কোতয়ালী থানায় মামলা প্রক্রিয়াধীন। পাসপোর্ট দালাল নির্মূলে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।ফটোকপি দোকানে মিললো শতাধিক পাসপোর্ট, র‌্যাবের অভিযানে ৭ দালাল আটক