ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লক্ষ্মীপুরে পৃথক ঘটনায় দু’জনের মৃত্যু
Published : Tuesday, 1 June, 2021 at 8:14 PM
লক্ষ্মীপুরে পৃথক ঘটনায় দু’জনের মৃত্যুলক্ষ্মীপুরে পৃথক ঘটনায় এক জেলে ও অপর এক পথচারী নিহত হয়েছে। বুধবার (০১ জুন) দুপুরে সদরের চর রমনী এলাকার মেঘনা নদীতে মাছ ধরার সময় মো. রাছেল নামের এক জেলে নিহত হন।

এর আগে রামগতির বড়খেরি এলাকায় সাবেক এমপি মোহাম্মদ আব্দুল্লাহর বাস ভবনের সামনের সীমানা প্রাচীর হঠাৎ ধ্বসে পড়ে আবু তাহের নামে এক পথচারী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের নিজ নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে বলে স্থানীয়রা জানায়।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীম উদ্দিন ও রামগতি থানার ওসি সোলায়মান এ তথ্য  নিশ্চিত করেন।