বিনাঅনুমতিতে ইরানি নারীদের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করায় এক চীনা নাগরিককে গ্রেফতার করেছে ইরান। মঙ্গলবার স্থানীয় সংবাদমাধ্যমগুলোকে এ তথ্য নিশ্চিত করেছেন রুহুল্লাহ দেহকানি নামে এক প্রসিকিউটর।
তিনি আধা-সরকারি বার্তা সংস্থা আইএলএনএ’কে জানিয়েছেন, ইরানের মধ্যাঞ্চলীয় কাশান শহরের একটি টোল বুথ থেকে ওই চীনা নাগরিককে গ্রেফতার করে স্থানীয় পুলিশ ও গোয়েন্দারা।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্যমতে, ইরানি নারীদের সঙ্গে সহজেই সাক্ষাৎ করা যায়- সামাজিক মাধ্যমে এ ধরনের একাধিক পোস্ট করেছিলেন ওই চীনা নাগরিক। এ নিয়ে অভিযোগ উঠলে ইউটিউবের এক ভিডিওবার্তায় তিনি জানান, সেই ছবিগুলো মুছে ফেলা হয়েছে। আর এ ঘটনায় ক্ষমাও চান ওই ব্যক্তি।
ইরানে বিদ্যমান ইসলামী বা শরিয়া আইনে অনাত্মীয় নারী-পুরুষের মধ্যে সম্পর্ককে অবৈধ বলে গণ্য করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের ছবির জন্য সেখানে প্রায়ই ধরপাকড়ের ঘটনা ঘটে।
এ ঘটনায় ইরানের অন্যতম মিত্র চীনের প্রশাসন এখনো কোনো মন্তব্য করেনি।
প্রসিকিউটর দেহকানি জানিয়েছেন, ওই চীনা নাগরিকের বিরুদ্ধে বেশ কয়েকজন অভিযোগ করেছেন। নৈতিকতা বিষয়ক বিশেষ আদালতে এ মামলার শুনানি হবে।