ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু
Published : Wednesday, 2 June, 2021 at 12:00 AM
ব্রাহ্মণবাড়িয়ায়
পৃথক ঘটনায় ট্রেনে কাটা পড়ে দুই ব্যক্তি নিহত হয়েছেন। তবে তাদের কারো
পরিচয় পাওয়া যায়নি। রেলওয়ে পুলিশ ওই দুই ব্যক্তির লাশ উদ্ধার করে ময়না
তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে
পাঠিয়েছে।
রেলওয়ে থানা আখাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার উর্মি দেব
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বেলা ১১টার দিকে রেলওয়ে স্টেশনের
কাছের রেলক্রসিং এলাকায় একজন ও বেলা ১টার দিকে সদর উপজেলার নাটাই দক্ষিণ
ইউনিয়নের কালীসীমা এলাকায় আরেক ব্যক্তি ট্রেনে কাটা পড়ে মারা যান।