করোনাভাইরাস প্রাদুর্ভাবের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে দৈনিক মৃত্যুর সংখ্যা ফের তিন হাজারের ওপরে উঠেছে, পাশাপাশি শনাক্ত রোগীর সংখ্যাও আগের দিনের চেয়ে বেড়েছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে দেখা গেছে, বুধবার সকালের আগের ২৪ ঘণ্টায় সেখানে এক লাখ ৩২ হাজার ৭৮৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছে আর একই সময় মৃত্যু হয়েছে ৩২০৭ জনের।
এর আগের দিন দেশটিতে অনেক দিন পর মৃত্যুর সংখ্যা তিন হাজারের নিচে নেমেছিল, মৃত্যু হয়েছিল ২৯৭৫ জন রোগীর।
নতুন আক্রান্তদের নিয়ে দেশটিতে মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই কোটি ৮৩ লাখ সাত হাজার ৮৩২ জনে আর মৃতের সংখ্যা তিন লাখ ৩৫ হাজার ১০২ জনে।
শনাক্ত রোগীর সংখ্যায় যুক্তরাষ্ট্রের পর বিশ্বে দ্বিতীয় স্থানে আছে ভারত আর মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর তৃতীয় স্থানে আছে।
এদিন তামিলনাডুতে সবচেয়ে বেশি, ২৬৫১৩ জন রোগী শনাক্ত হয়েছে।
মে মাসের প্রথমদিকে একদিনে চার লাখ ১৪ হাজারেরও বেশি রোগী শনাক্তের মধ্যে দিয়ে বিশ্বরেকর্ড করেছিল দেশটি। কিন্তু এরপর থেকে আক্রান্তের সংখ্যা কমতে শুরু করার পর থেকে গত কয়েকদিন ধরে দেশটিতে দৈনিক নতুন রোগী দেড় লাখেরও কম পাওয়া যাচ্ছে।
করোনাভাইরাস প্রাদুর্ভাবের প্রথম ঢেউয়ে ভারতে বয়স্করা বেশি আক্রান্ত হলেও দ্বিতীয় ঢেউয়ে তরুণরাও সমানে আক্রান্ত হয়েছেন।
বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশটির সব লোককে চলতি বছরের মধ্যে টিকার আওতায় আনার এক উচ্চাভিলাষী লক্ষ্য নিয়েছে দেশটির সরকার, এই উদ্দেশ্যে টিকা কর্মসূচীর গতি বাড়ানোর চেষ্টা করছে তারা।
জুলাইয়ের মাঝামাঝি অথবা অগাস্টের প্রথমদিকে দৈনিক এক কোটি টিকা উৎপাদন করা যাবে বলে দেশটির একজন ঊর্ধ্বতন স্বাস্থ্য কর্মকর্তা আশাবাদ ব্যক্ত করেছেন।
বিশ্বজুড়ে কোভিড-১৯ রোগীর সংখ্যা এখন ১৭ কোটি ১১ লাখ ৭৯ হাজার ৯৯ জনে দাঁড়িয়েছে আর মৃত্যু হয়েছে ৩৫ লাখ ৬৪ হাজার ৯৫৯ জনের।